শফিক ইসলাম : কাউকে দোষারোপ না করে ক্রিকেটারদের নিজের খেলায় মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত কয়েক দিন আগে ভারত সফরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, সংবাদমাধ্যমের লেখালেখির কারণে তারা চাপে পড়ে যান। এরপর বুধবার বিপিএলের উদ্বোধনী ম্যাচ শেষে ইমরুল কায়েস বলেন, সংবাদমাধ্যমের কারণেই জাতীয় দলে পারফর্ম করতে পারেন না তিনি।
দুই ক্রিকেটারের এই ধরনের মন্তব্যের কারণে মুখ খুলেন মাশরাফি। বৃহস্পতিবার বিপিএলে নিজেদের ম্যাচ শেষে সেই সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন ঢাকা প্লাটনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি ভালো খেললে আপনারা ভালো লিখতে বাধ্য, আর আমি খারাপ খেললে আপনারা খারাপই লিখবেন। কিন্তু অনেকেই খারাপ চাপটা মাথায় নিয়ে নেয়। পেশাদারি জগতে এটা ঠিক নয়। আমার কাছে মনে হয়, সাংবাদিকদের এসব ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয় । অনেকে এগুলো সামলাতে অভ্যস্ত নয়।’
‘আপনি আপনার জায়গা থেকে আর খেলোয়াররা তার জায়গা থেকে কাজ করবে, এটাই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম। আবার মিডিয়ার দোষ যদি দিতে থাকে, সেটাও মাঠে খারাপ খেলার কারণে।’