রাজু চৌধুরী,চট্টগ্রাম : বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৭৫০ পিস ইয়াবাসহ আব্দুল গাফফার, নজিবুল্লাহ ও আব্দুস শুক্কুর নামীয় ০৩ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ডিএমসি চট্টগ্রাম মেট্রো উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।