নূর মোহাম্মদ : কুমিল্লায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত আটজনের তিন পরিবারকে ৪ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১৮ আগস্ট কুমিল্লায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ আটজন নিহত হন। নিহত রিফাতের পরিবারের পক্ষে মো. মহসিন ক্ষতিপূরণ চেয়ে রিটটি দায়ের করেন। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও