শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন, তবে দায়িত্ব দিলে অনিহা থাকবে না বলে জানালেন কাদের

আনিস তপন ও মহসিন কবির : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে তাকে নতুন করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হলে তার কোন অনিহা নেই। আবারও অক্লান্ত পরিশ্রম করতে প্রস্তুত রয়েছেন। তবে নতুন করে কাউকে দায়িত্ব দেয়া হলে তাকেও তিনি স্বাগত জানাবেন। তিনি বলেছেন, কাকে কোন দায়িত্ব দেয়া হবে তা আমাদের নেত্রীর এখতিয়ার।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সভাপতি পদে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। সভাপতি যেতে চান। তবে সম্মেলনের কাউন্সিলররা তাকে যেতে নাহি দিতে চান। অন্য পদে নেতৃত্বের বিষয়টি একমাত্র আমাদের দলের সভাপতির এখতিয়ার।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ভেতরে নেতৃত্ব নিয়ে কোন অসুস্থ প্রতিযোগিতা নেই। নেই কোন ক্ষোভ- দুঃখবোধ। সবাই এক বাক্যে মেনে নেন সভাপতির সিদ্ধান্ত।

মন্ত্রী হিসেবে তার ব্যস্ততার নানা দিক তুলে ধরে ওয়াদুল কাদের বলেন, আমি কখনো আজকের কাজ আগামী কালকের জন্য ফেলে রাখিনি। শুক্রবার-শনিবার ছিলো না, কাজ করেছি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস চেস্টা করেছি। এমনকি বিমানবন্দরে বসেও ফাইল স্বাক্ষর করেছি।

আপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে দায়িত্ব থেকে কেউ বাদ পড়েন না। দায়িত্বের পরিবর্তন হয়। নারী নেতৃত্ব বাড়ানোর কথাও বলেন তিনি।

'মন্ত্রিসভায় পরিবর্তন আসছে কি-না' এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবর্তনের বিষয়টি রুটিন ওয়ার্ক। এটাও প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে কোন মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আমার মন্তব্য করা ঠিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়