শিরোনাম
◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে জামায়াত, নজর থাকবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়: জামায়াত আমির ◈ জাতীয় নির্বাচন: বিএনপির সঙ্গে পর্দার আড়ালে ছোটদলগুলোর আলোচনা ◈ অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান ◈ লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কবার্তা ◈ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত, মনে করেন অভিনেত্রী শানু

নিউজ ডেস্ক: তবে সেটা শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা বোধের জায়গা থাকা উচিত। যাদের এই জায়গাটা স্ট্রং আছে তাদেরই ফেসবুকটা চালানো উচিত। চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ এসে ফেসবুকের উপকারিতা-অপকারিতা বিষয়ক প্রশ্নের পর সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে এভাবেই বলছিলেন শানু। সূত্র: চ্যানেল আই

২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম মুকুট বিজয়ী শানু। শুধু তাই নয়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে মূল ধারার কোনো প্রতিযোগিতায় প্রথম বিজয়ীও তিনি। কথায় কথায় জানান, তিনি মনিপুরী সম্প্রদায়ের মেয়ে। বাবা একজন নামকরা কবি। তবে নিজের মধ্যে যে কবিত্ব আছে, সেটা তিনি আবিষ্কার করেছেন ২০১৬ সালে এসে! এরআগে লেখালেখির প্রতি আগ্রহ ছিলো না তার।

শানু বলেন, আমার বাবা একজন কবি। সে হিসেবে আমারও লেখালেখির সঙ্গে জড়িত থাকা উচিত ছিলো। আর আমি পড়াশোনাও করেছি ইংরেজি সাহিত্যে। কিন্তু সেসময় লেখালেখির প্রতি ওইভাবে আমার ভাবনাটা আসেনি। বিয়ের পর ২০১৬ সালে আমি নিজেকে একজন কবি হিসেবে আবিষ্কার করি। এখন লেখালেখির প্রতি আমার ভালোবাসাটা তীব্র!

চ্যানেল আই-লাক্স সুপারস্টার হওয়ার পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন শানু। তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হল বৈরাগী, পলাশ ফুলের গন্ধ, কবি, সাকিন সারিসুরি, আহ ফুটবল বাহ্ ফুটবল, আরমান ভাই বিরাট টেনশনে, চোরকাব্য, আপনঘর, কবিরাজ গোলাপ শাহ ও কর্তাকাহিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মিস্টার বাংলাদেশ। যা মুক্তি পায় ২০১৮ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়