শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ১লাখ ৮০ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস: জেলায় আসন্ন বোরো মৌসুমে মোট ১ লাখ ৮০ হাজার ৩শ ৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ সূত্রে জানা গেছে ধার্যকৃত এ লক্ষ্যমাত্রার মধ্যে উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লাখ ৭১ হাজার ৩শ ৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ৯ হাজার ৫৫ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানান, কৃষকরা ইতিমধ্যেই বোরো বীজতলা তৈরীর কাজ শুরু করেছেন। এ বছর উল্লেখিত পরিমাণ জমিতে বোরো চাষের জন্য ৮ হাজার ৯শ ২৭ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, উপজেলা ভিত্তিক বোরো চাষের ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৭শ ৬৫ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ২শ ৫ হেক্টরসহ মোট ১৬ হাজার ৯শ ৭০ হেক্টর। রানীনগর উপজেলায় উফশী জাতের ১৭ হাজার ৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ৭শ ১৫ হেক্টরসহ মোট ১৭ হাজার ৭শ ৯৫ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৭শ ৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ৮শ ২৫ হেক্টরসহ মোট ১৭ হাজার ৫শ ৭৫ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী জাতের ১১ হাজার ১শ ৮৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৯০ হেক্টরসহ মোট ১১ হাজার ৩শ ৭৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ২৫ হাজার ৬শ ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ২২৫ হেক্টরসহ মোট ২৫ হাজার ৯শ ২০ হেক্টর। পত্নীতলা উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৮শ হেক্টর ও হাইব্রিড জাতের ৮০ হেক্টরসহ মোট ১৯ হাজার ৮শ ৮০ হেক্টর। ধামইরহাট উপজেলায় উফশী ১৪ হাজার ৮শ ৭০ হেক্টর ও হাইব্রিড জাতের ৮শ ৯০ হেক্টরসহ মোট ১৫ হাজার ৭শ ৬০ হেক্টর। সাপাহার উপজেলায় উফশী জাতের ৫ হাজার ৯শ ১০ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ৫ হাজার ৯শ ১৫ হেক্টর। পোরশা উপজেলায় উফশী জাতের ৭ হাজার ৭শ ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০৫ হেক্টরসহ মোট ৮ হাজার ১শ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ১শ ২০ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৬শ ১০ হেক্টরসহ মোট ২০ হাজার ৭শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উপশী জাতের ২০ হাজার ৩শ ৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ২০ হাজার ৩শ ৪০ হেক্টর।

ধার্যকৃত লক্ষ্যমাত্রা’র আবাদ থেকে মোট ৭ লক্ষ ২৯ হাজার ৪শ ২০ মেট্টিকটন চাল উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। এর মধ্যে উফশী জাতের ধান থেকে চাল উৎপাদিত হবে ৬ লক্ষ ৮৫ হাজার ২শ ২০ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ধান থেকে চাল উৎপাদিত হবে ৪৪ হাজার ২শ মেট্রিক টন।অনুলিখন : ম. সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়