শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ১লাখ ৮০ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস: জেলায় আসন্ন বোরো মৌসুমে মোট ১ লাখ ৮০ হাজার ৩শ ৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ সূত্রে জানা গেছে ধার্যকৃত এ লক্ষ্যমাত্রার মধ্যে উন্নত ফলনশীল (উফশী) জাতের ১ লাখ ৭১ হাজার ৩শ ৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ৯ হাজার ৫৫ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানান, কৃষকরা ইতিমধ্যেই বোরো বীজতলা তৈরীর কাজ শুরু করেছেন। এ বছর উল্লেখিত পরিমাণ জমিতে বোরো চাষের জন্য ৮ হাজার ৯শ ২৭ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, উপজেলা ভিত্তিক বোরো চাষের ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৭শ ৬৫ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ২শ ৫ হেক্টরসহ মোট ১৬ হাজার ৯শ ৭০ হেক্টর। রানীনগর উপজেলায় উফশী জাতের ১৭ হাজার ৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ৭শ ১৫ হেক্টরসহ মোট ১৭ হাজার ৭শ ৯৫ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৭শ ৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ২ হাজার ৮শ ২৫ হেক্টরসহ মোট ১৭ হাজার ৫শ ৭৫ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী জাতের ১১ হাজার ১শ ৮৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৯০ হেক্টরসহ মোট ১১ হাজার ৩শ ৭৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ২৫ হাজার ৬শ ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ২২৫ হেক্টরসহ মোট ২৫ হাজার ৯শ ২০ হেক্টর। পত্নীতলা উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৮শ হেক্টর ও হাইব্রিড জাতের ৮০ হেক্টরসহ মোট ১৯ হাজার ৮শ ৮০ হেক্টর। ধামইরহাট উপজেলায় উফশী ১৪ হাজার ৮শ ৭০ হেক্টর ও হাইব্রিড জাতের ৮শ ৯০ হেক্টরসহ মোট ১৫ হাজার ৭শ ৬০ হেক্টর। সাপাহার উপজেলায় উফশী জাতের ৫ হাজার ৯শ ১০ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ৫ হাজার ৯শ ১৫ হেক্টর। পোরশা উপজেলায় উফশী জাতের ৭ হাজার ৭শ ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০৫ হেক্টরসহ মোট ৮ হাজার ১শ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ১শ ২০ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৬শ ১০ হেক্টরসহ মোট ২০ হাজার ৭শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উপশী জাতের ২০ হাজার ৩শ ৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ২০ হাজার ৩শ ৪০ হেক্টর।

ধার্যকৃত লক্ষ্যমাত্রা’র আবাদ থেকে মোট ৭ লক্ষ ২৯ হাজার ৪শ ২০ মেট্টিকটন চাল উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। এর মধ্যে উফশী জাতের ধান থেকে চাল উৎপাদিত হবে ৬ লক্ষ ৮৫ হাজার ২শ ২০ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ধান থেকে চাল উৎপাদিত হবে ৪৪ হাজার ২শ মেট্রিক টন।অনুলিখন : ম. সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়