শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করবেন বিলিওনিয়ার মাইকেল ব্লুমবার্গ

আসিফুজ্জামান পৃথিল : নিউ ইয়র্কের এই সাবেক গভর্নর মনে করেন ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থীদের কারুরই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করার সক্ষমতা নেই। তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত কাজপত্র জমা দেবেন ৭৭ বছর বয়সী বিলিওনিয়ার। সিএনএন, বিবিসি

ট্রাম্পকে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছেন সব মিলিয়ে ১৭জন ডেমোক্রেট প্রার্থী। এ সপ্তাহেই আলাবামায় প্রাইমারির মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই। এতোদিন প্রধান প্রতিদ্ব›দ্বী মনে করা হচ্ছিলো, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটস এর সিনেটর এলিজাবেথ ওয়ারেন আর ভারমন্ট এর সিনেটর বার্নি স্যান্ডার্সকে। ব্লুমবার্গ এতে যোগ দেয়ায় প্রতিযোগীতা অন্য মাত্রা পেলো। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ওয়ারেন বা স্যঅন্ডার্স মনোনয়ন পেলে তারা ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন।

জানা গেছে, রিপাবলিকান প্রাইমারিতে ৩জন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাবেন। তবে ট্রাম্পকে ছাপিয়ে তাদের মনোনয়নের সম্ভাবনা ক্ষীণ। ট্রাম্পকে বলা হচ্ছিলো এ যাবৎকালের সবচেয়ে ধনী মার্কিণ প্রেসিডেন্ট। তার সম্পদের পরিমাণ ৩১০ কোটি ডলার। তার চেয়ে ৪ বছর বেশি বয়সের ব্লুমবার্গ মনোনয়ন পেলেই হয়ে যাবেন এ যাবৎকালের ধনীতম মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার। তবে বব্লুমবার্গের প্রতিদ্বন্দ্বীতার বিষয়ে এখনও কিছু বলেননি ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়