মেজর (অব.) আখতারুজ্জামান : জেনারেল মাহবুব স্যারকে বিনয়ের সঙ্গে বলবো, দল ছাড়া কোনো ভালো সিদ্ধান্ত হয় না। আজকে দল একটি মহাসংকটের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। দলে সংকট আছে, কিন্তু সমস্যা নেই। দলের নেতৃত্ব সুদৃঢ়। তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়ে দেশমাতা খালেদা জিয়াকে আপনারা কথা দিয়েছিলেন নেত্রীর অবর্তমানে আপনারা দলকে শক্ত হাতে সঠিক পথে চালাবেন। আপনাদের আশ্বাসে এবং ভরসায় দেশমাতা খালেদা জিয়া সেদিন একা স্বইচ্ছায় জেলে চলে গিয়েছিলেন। আজকে আপনারা দেশমাতা খালেদা জিয়া, আপনাদের শ্রদ্ধেয় চেয়ারম্যানকে জেলে রেখে দল ছেড়ে দিচ্ছেন তা সম্মানজনক বা পুরুষোচিত কাজ হিসেবে ইতিহাসে মূল্যায়ন করা হবে না।
বরং আপনারা বিশ্বাসঘাতক বা কাপুরুষ হিসেবে ইতিহাসে মূল্যায়িত হবেন তা কিন্তু জনমনের বিশ্বাস। আমাদের দ্বিমত থাকবে। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। নেতৃত্ব ভালো নাও লাগতে পারে, কিন্তু দল আমাদের সবার। দলকে সবাই মিলে রক্ষা করতে হবে। এটিই জনমনের প্রত্যাশা। স্যার ভালো থাকেন। ফেসবুক থেকে