শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে মাত্র দুই ভাগ জায়গা দখল করা মস্তিষ্কের উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি

নূর হাসান প্রিন্স : মস্তিষ্কের মোট ওজন তিন পাউন্ডের মত। আমাদের শরীরের সাথে তুলনা করলে শরীরের মোট ওজনের মাত্র দু’ভাগ দখল করে আছে মস্তিষ্ক। কিন্তু ক্ষমতা উৎপাদনের ক্ষেত্রে সে সবার আলাদা। আমরা যে খাদ্য গ্রহণ করি তার শতকরা ২০ ভাগ সে একাই খরচ করে। শুধু তাই নয়, সে প্রতিদিন ১২.৪৫ থেকে ২৫.৫৪ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সেই মস্তিষ্ক ২ বছর বয়সে ৮০ ভাগ পূর্ণতা পায় এবং সেই মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেয়ার জন্য ৪০-৮০ লিটার রক্ত পরিবাহিত হয় ২৪ ঘণ্টায়।

তাই এর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আজ উন্মোচন করতে যাচ্ছি, প্রথমেই কথা বলবো প্যারা সাইকোলজি নিয়ে এটি হচ্ছে এমন একটা ক্ষমতা যা হয়তো অনেক কিছুই করা সম্ভব হয়তো ৪০% এর উপরেও যেতে পারে সেই ব্রেনের ক্ষমতা কিন্তু কিভাবে তা সম্ভব?

সাইকোলজির একটা শাখা থেকে আমি রিসার্চ শুরু করি ২০১৮ থেকে। এখানে কিছু অদ্ভুত ক্ষমতার কথা জানতে পারি, এ নিয়ে বেশ কিছুদিন চুলচেরা বিশ্লেষণ করলাম, এতে যা পেলাম তা অবিশ্বাস্য এবং সত্যি সম্ভব। আমার রিসার্চে আমি যা পেয়েছি তা কিছু অংশ প্রকাশ করলাম আর কিছু অংশ রেখে দিলাম

১. টেলিপ্যাথি : টেলিপ্যাথি হচ্ছে কোন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য প্রেরণের মাধ্যম যেখানে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার না করে কোন মেসেজ পাঠানো টেলিপ্যাথিতে শারীরিক কার্যকলাপের তেমন কোনো ভূমিকা নেই। এটি সাধারণত ব্রেনের ক্ষমতা ব্যবহার করে করা হয় যাকে অনেকে ষষ্ঠ ইন্দ্রীয় বা তৃতীয় নয়ন বলে থাকে।

২. প্রি রিকোগনিশান : অর্থাৎ আগে থেকেই কোন কিছু ধারণা করা এক কথায় ভবিষ্যত বলতে পারা, অনেকেই এটা খুব সহজেই করতে পারে। কোন কাছের মানুষ বিপদে পড়লে অনেকের মনে হয় কিছু অশুভ হতে যাচ্ছে এটা পারিবারিক অথবা কাছের মানুষ ব্রেনের সাথে একটা অদৃশ্য থট লুকিয়ে থাকে।

৩. টেলিকাইনেসিস : অর্থাৎ কোন ধরনের শারীরিক সম্পৃক্ততা ছাড়াই কোন জিনিস নাড়ানো, খুব কাছের কোন বস্তু অথবা দূরের কোন কিছু, এর জন্য ব্রেনকে ২৪% কাজে লাগাতে হবে এবং বস্তুর উপর মস্তিষ্কের শক্তি সম্পূর্ণ ভাবে কাজে লাগাতে হবে।

৪. সাইকোমেট্রি : কোন বস্তু, প্রাণী বা জায়গাকে স্পর্শ করে সেটা সম্পর্কে সব জেনে যাওয়া তার সমস্ত কিছু কিভাবে, কোথায় ছিলো, কিভাবে এসেছে এমন কি এখানে কি কি হয়েছিলো সবকিছু।

৫. বাইলোকেশান বা প্যারালাল কপি : অর্থাৎ একই সময় দুই জায়গায় অবস্থান করা, একটা ব্যক্তি একই সময়ে ২ টি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছে, এটা খুব উপরের স্তরে গিয়ে করা যায়, কালেক্টিভ কনসাস মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে তা করা সম্ভব।

 

একদিন এগুলোর ক্ষমতা মানুষ নামে এই আদি প্রানীর হাতে আসবে, মানুষ তো মাত্র ১০% ব্রেনকে কাজে লাগিয়ে আসছে ৩০ লাখ বছর ধরে, হয়তো আরো ১০% কাজে লাগাতে এই উন্নত প্রাণীকে আরো ৩০ লাখ বছর সাধনা করতে হবে।

নূর হাসান প্রিন্স,  হিউম্যান ব্রেন রিসার্চার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়