শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে মাত্র দুই ভাগ জায়গা দখল করা মস্তিষ্কের উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি

নূর হাসান প্রিন্স : মস্তিষ্কের মোট ওজন তিন পাউন্ডের মত। আমাদের শরীরের সাথে তুলনা করলে শরীরের মোট ওজনের মাত্র দু’ভাগ দখল করে আছে মস্তিষ্ক। কিন্তু ক্ষমতা উৎপাদনের ক্ষেত্রে সে সবার আলাদা। আমরা যে খাদ্য গ্রহণ করি তার শতকরা ২০ ভাগ সে একাই খরচ করে। শুধু তাই নয়, সে প্রতিদিন ১২.৪৫ থেকে ২৫.৫৪ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সেই মস্তিষ্ক ২ বছর বয়সে ৮০ ভাগ পূর্ণতা পায় এবং সেই মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেয়ার জন্য ৪০-৮০ লিটার রক্ত পরিবাহিত হয় ২৪ ঘণ্টায়।

তাই এর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আজ উন্মোচন করতে যাচ্ছি, প্রথমেই কথা বলবো প্যারা সাইকোলজি নিয়ে এটি হচ্ছে এমন একটা ক্ষমতা যা হয়তো অনেক কিছুই করা সম্ভব হয়তো ৪০% এর উপরেও যেতে পারে সেই ব্রেনের ক্ষমতা কিন্তু কিভাবে তা সম্ভব?

সাইকোলজির একটা শাখা থেকে আমি রিসার্চ শুরু করি ২০১৮ থেকে। এখানে কিছু অদ্ভুত ক্ষমতার কথা জানতে পারি, এ নিয়ে বেশ কিছুদিন চুলচেরা বিশ্লেষণ করলাম, এতে যা পেলাম তা অবিশ্বাস্য এবং সত্যি সম্ভব। আমার রিসার্চে আমি যা পেয়েছি তা কিছু অংশ প্রকাশ করলাম আর কিছু অংশ রেখে দিলাম

১. টেলিপ্যাথি : টেলিপ্যাথি হচ্ছে কোন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য প্রেরণের মাধ্যম যেখানে কোনো সাধারণ মাধ্যম অথবা শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার না করে কোন মেসেজ পাঠানো টেলিপ্যাথিতে শারীরিক কার্যকলাপের তেমন কোনো ভূমিকা নেই। এটি সাধারণত ব্রেনের ক্ষমতা ব্যবহার করে করা হয় যাকে অনেকে ষষ্ঠ ইন্দ্রীয় বা তৃতীয় নয়ন বলে থাকে।

২. প্রি রিকোগনিশান : অর্থাৎ আগে থেকেই কোন কিছু ধারণা করা এক কথায় ভবিষ্যত বলতে পারা, অনেকেই এটা খুব সহজেই করতে পারে। কোন কাছের মানুষ বিপদে পড়লে অনেকের মনে হয় কিছু অশুভ হতে যাচ্ছে এটা পারিবারিক অথবা কাছের মানুষ ব্রেনের সাথে একটা অদৃশ্য থট লুকিয়ে থাকে।

৩. টেলিকাইনেসিস : অর্থাৎ কোন ধরনের শারীরিক সম্পৃক্ততা ছাড়াই কোন জিনিস নাড়ানো, খুব কাছের কোন বস্তু অথবা দূরের কোন কিছু, এর জন্য ব্রেনকে ২৪% কাজে লাগাতে হবে এবং বস্তুর উপর মস্তিষ্কের শক্তি সম্পূর্ণ ভাবে কাজে লাগাতে হবে।

৪. সাইকোমেট্রি : কোন বস্তু, প্রাণী বা জায়গাকে স্পর্শ করে সেটা সম্পর্কে সব জেনে যাওয়া তার সমস্ত কিছু কিভাবে, কোথায় ছিলো, কিভাবে এসেছে এমন কি এখানে কি কি হয়েছিলো সবকিছু।

৫. বাইলোকেশান বা প্যারালাল কপি : অর্থাৎ একই সময় দুই জায়গায় অবস্থান করা, একটা ব্যক্তি একই সময়ে ২ টি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছে, এটা খুব উপরের স্তরে গিয়ে করা যায়, কালেক্টিভ কনসাস মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে তা করা সম্ভব।

 

একদিন এগুলোর ক্ষমতা মানুষ নামে এই আদি প্রানীর হাতে আসবে, মানুষ তো মাত্র ১০% ব্রেনকে কাজে লাগিয়ে আসছে ৩০ লাখ বছর ধরে, হয়তো আরো ১০% কাজে লাগাতে এই উন্নত প্রাণীকে আরো ৩০ লাখ বছর সাধনা করতে হবে।

নূর হাসান প্রিন্স,  হিউম্যান ব্রেন রিসার্চার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়