মো. নুরুল করিম, লামা : পৌরসভা এলাকার বড় নুনারবিল পাড়ায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ১ বছর বয়সের শিশু আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা মো. হাবিবের ছেলে।
প্রতিবেশীরা জানায়, সকাল ৯টার দিকে আবদুল্লাহ খেলার ছলে পরিবারের অন্য সদস্যদের অজান্তে ঘরে থাকা একটি পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক।