শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায় অরুন্ধতী রায়, হায়!

চিররঞ্জন সরকার : লেখক অরুন্ধতী রায় একটি ভিডিওতে দাবি করেছেন যে, ‘ভারতের জন্মের পর থেকে দেশটি কাশ্মীর ও তেলঙ্গানা রাজ্যের আদিবাসীদের, পাঞ্জাবের শিখদের, গোয়ায় খ্রিস্টানদের, কাশ্মীরের এবং হায়দরাবাদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।’ এইটুকু হলে আপত্তির কিছু ছিলো না। বরং সত্য উচ্চারণের জন্য তাকে বাহবাই জানাতাম। কিন্তু এরপর তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা টেনে বলেছেন, ‘পাকিস্তান রাষ্ট্র গণতান্ত্রিক ভারতীয় রাষ্ট্রের মতো তার সেনাবাহিনীকে তার নিজের লোকের বিরুদ্ধে কখনো স্থাপন করেনি।’

একি কথা বললেন প্রিয় অরুন্ধতী? ১৯৭১ সালে পাক আর্মির দ্বারা বাংলাদেশের গণহত্যায় ৩০ লাখ মানুষের রক্ত কি তবে আসমান থেকে নেমে আসা মিথ্যা রক্ত-বৃষ্টি? পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস হত্যাকা-, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণের সময় তিনি কি অন্ধ ও বধির ছিলেন? তিনি কি হালের বেলুচিস্তান প্রদেশে পাক-আর্মিদের নৃশংস ভূমিকা সম্পর্কে জানেন না? গত পঞ্চাশ বছরে পাকিস্তানের সেনাবাহিনী ‘গণবিরোধী’ ভূমিকা ছাড়া আর কোন কাজে ব্যবহৃত হয়েছে? এ কোন অরূন্ধতীকে আমরা দেখছি? এটাই কি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, রাষ্ট্রীয় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার অরুন্ধতী রায়ের কণ্ঠস্বর? আমরা যে অরুন্ধতী রায়কে চিনি, আদর্শ হিসেবে মানি, সেই অরূন্ধতীর কাছ থেকে এমন অবিশ্বাস্য কথা কীভাবে বেরোয়? আমরা এমন উক্তি বিশ্বাস করি কীভাবে? অরুন্ধতীর আত্মা কি তবে বিক্রি হয়ে গেছে? নাকি নষ্ট হয়ে গেছে? নাকি তাকে ‘ব্যতিক্রম’ সাজার, আলোচিত হওয়ার মোহে পেয়েছে? তা না হলে কেন তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সব অপকর্ম ও পাপকে ধুয়ে-মুছে ‘তুলসী পাতা’ হিসেবে উপস্থাপন করলেন?

সত্যি আজ আমার খুব কষ্টের দিন। আশাহত হওয়ার দিন। আমাদের সমাজের মাথাগুলো যদি কেবলই নষ্ট হয়ে যায়, কেবলই বিক্রি হয়ে যায়, বিকৃতির কাছে নুয়ে যায়, তাহলে আর আমরা আদর্শ মানব কাকে? মোদি-ট্রাম্পকে? তারা তো তবু ভালো, কোদালকে সব সময় কোদাল বলেন। লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে। পাকিস্তানি আর্মি নামের জল্লাদদের যতোই প্রশংসা করা হোক না কেন, তারা জল্লাদই। ঘৃণ্য কীটকে শ্বেত-কপোত বলে চালানোর এই ‘অরুন্ধতীয় চেষ্টা’র নিন্দা জানাই। পাকিস্তানি সেনাবাহিনীকে যতোই গৌরবের আসীনে বসানোর চেষ্টা করা হোক না কেন, বাঙালি জাতির কাছে তা কখনোই গ্রহণীয় হবে না। ত্রিশ লাখ শহীদের শরীর থেকে বের হওয়া এক সাগর রক্তের কথা আমরা ভুলবো কীভাবে? আমরা তো রাজাকারের বাচ্চা নই। আমাদের ধমনীতে শহীদের রক্ত। এই রক্ত কোনোদিন পরাভব মানে না। অন্যায় মানে না। মানবে না। অরুন্ধতী যাই বলুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়