শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে যাবো, বললেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। প্রথমবারের মতো টাইগারদের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে আফগানরা। আর এই সিরিজ খেলতে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশ সফরে আসবে, বলে জানালেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করছে আফগানিস্তান ক্রিকেট দল। আরব আমিরাতের দ্য ন্যাশনাল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আফগান এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ফলাফল নিয়ে আমরা চিন্তিত নই। দল হিসেবে শতভাগ দেয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে যেভাবে খেলেছি, তার চেয়ে ভালো খেলেছি দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। আমাদের বিশ্বাস বাংলাদেশেও ভালো খেলতে পারবো।’

স¤প্রতি আফগানিস্তান ‘এ’ দল বাংলাদেশ সফরে ভালো ক্রিকেট খেলেছে। সেই দলের বেশকিছু ক্রিকেটারও আছেন বাংলাদেশ সফরে টেস্ট ও ত্রিদেশীয় (বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে) টি-টুয়েন্টি সিরিজের দলে।

তরুণ ক্রিকেটারদের নিয়ে রশিদ খান বলেন, ‘ইবরাহিম জাদরান বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলে এসেছে। আমার বিশ্বাস সে জাতীয় দলের হয়েও ভালো করবে। মাঠে আমাকে সাহায্য করার জন্য দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। তাদের দলে পাওয়া আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার।’

নিজেদের প্রস্তুতি নিয়ে রশিদ খান বলেন, ‘আমরা যথাযথ অনুশীলনের জন্য আবু ধাবিকে বেঁছে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশের মতো গরম আবহাওয়ায় অনুশীলনে অভ্যস্ত হতে।’

বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব থেকে গুলবাদিন নাইবকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গুলবাদিন নাইবের পরিবর্তে তিন ফরম্যাটের ক্রিকেটে দায়িত্ব দেয়া হয় রশিদ খানকে।

অধিনায়কত্ব নিয়ে রশিদ খান বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক হওয়া সম্মানের ব্যাপার। প্রত্যেক খেলোয়াড়ই এই স্বপ্ন দেখেন। ক্রিকেট বোর্ড দীর্ঘ পরিকল্পনা নিয়েই আমাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো বোর্ডের এ সিদ্ধান্তকে সম্মান জানাতে।’
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়