শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারফিউ ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের মুখে অবরুদ্ধ কাশ্মীরে নারী-পুরুষের সম্মিলিত বিক্ষোভ

লিহান লিমা: টানা ২০ দিনের মতো ভারত শাসিত জম্মু-কাশ্মীরে চলছে কড়া নিরাপত্তা, কারফিউ ও ১৪৪ ধারা। শুক্রবার জুমহার নামাজের জন্য নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হতেই ভারতের বিরুদ্ধে রাস্তায় নামে কাশ্মীরিরা। শ্রীনগরের সুয়ারাতে ভারত-বিরোধী স্লোগান ওঠে। বিক্ষোভকারীরা কাশ্মীরে জাতিসংঘের অফিসের সামনে মার্চ করার স্লোগান দেন। শনিবার পাকিস্তান ও আজাদ কাশ্মীরের সব সাংবাদিক কাশ্মীরে স্বাধীনতা খর্বের প্রতিবাদে লাইন অব কন্ট্রোল অভিমুখে মার্চ করার ঘোষণা দেন। ডন, দ্য নিউজ, দুনিয়া নিউজ

বিক্ষোভ থামাতে পুলিশ টিয়ার গ্যাস ও চিলি গ্রেনেড নিক্ষেপ করলেও বিক্ষোভকারীরা পাল্টা নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোঁড়েন। নিজের নাম বলতে অস্বীকৃতি জানিয়ে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা না ঘরে, না বাইরে কোথাও নিরাপদ নই।’ কাশ্মীরের জিনাব সাহেব মসজিদের এক হুজুর আজাদীর আহবান জানিয়ে বলেন, ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক।’ পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, শুক্রবার ভারতের কর্তৃপক্ষ স্থানীয় মসজিদে গিয়ে নামাজ আদায়ের অনুমতি দিলেও নিরাপত্তা বাহিনী প্রতিটি কোণায় চেকপয়েন্ট ও ব্যারিকেট মোতায়ন করে, অনেককেই মসজিদে যেতে দেয়া হয় নি। দুনিয়া নিউজ জানায়, ভারতীয় সৈন্যের নিপীড়ন থেকে নারীদের সুরক্ষায় এক হয়েছে কাশ্মীরের সম্প্রদায়। কাশ্মীরের পঞ্চায়েত ও ব্লক লেভেল বলছে, ‘আমরা এক হলে শয়তান ও আমাদের এলাকায় প্রবেশ করতে পারবে না।’ তারা জানায়, ‘কাশ্মীরি পন্ডিতদের নামে কোন আরএসএসকে এখানে বসতি স্থাপন করতে দেয়া হবে না। তারা শয়তানের মতো আক্রমণ করবে, মানুষ তাদের বিশ্বাস করবে না।’

গত ৫ আগস্ট ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার পর সেখানে কারফিউ আরোপ ও লাখো সৈন্য মোতায়েন করে। ভারতের সিদ্ধান্তের পর থেকেই কাশ্মীর সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্ধ ও শূন্য রয়েছে বছরের এই সময়ে পর্যটকে পূর্ণ থাকা শ্রীনগরের বিখ্যাত ডাল লেক। এই পর্যন্ত পুলিশের টিয়ার গ্যাস ও পেলেটের আঘাতে বিদ্ধ হয়ে কাশ্মীরের দুই প্রধান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫২জন। অনেকেই শনাক্ত হওয়া বা ধরা পড়ে যাওয়ার ভয়ে চিকিৎসা নিচ্ছেন না। দুই সাবেক মুখ্যমন্ত্রী ও শতশত রাজনৈতিক নেতা-কর্মীসহ গ্রেপ্তার হয়েছেন ৬ হাজারেরও বেশি কাশ্মীরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়