শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক রাতে এতো মানুষ ঘর শূন্য সর্বহারা হয়ে গেলো?

কামরুল হাসান মামুন : এক রাতে এতো মানুষ ঘর শূন্য হয়ে গেলো? সর্বহারা হয়ে গেলো? নিজেকে ওই জায়গায় বসালে পায়ের নিচে আর মাটি থাকে না। কি সাংঘাতিক! ছোটবেলায় দেখেছি অসহায় মানুষগুলো যখন বড়লোক বা ক্ষমতাসীনদের দ্বারা বঞ্চনার শিকার হয় তখন বলে ‘তোর বিচার আল্লাহ করবো’ তোর বুকে যেন ঠাডা পরে ‘তুই ঠাডা পইড়া মরবি’! কিন্তু এদের বিচারও কেউ করে না আর এরা ঠাডা পরে মরেও না। বরং আরও বড় নিপীড়ক হয়।

এই মানুষগুলা এসব বলতে পারে বলেই তাদের রাগগুলো ডিসচার্জড হয়ে যায়। প্রতিবাদের শক্তি সব ফুড়–ৎ করে নিভে যায়। বস্তিবাসীর কারও কারও অভিযোগ, মিরপুরের রূপনগরে চলন্তিকা বস্তিতে অগ্নিকা-ের পেছনে হাত আছে স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা আর কাউন্সিলর হাজি রজ্জব আলী ও তাদের বাহিনীর! কী ভয়ানক ব্যাপার। একজন জনপ্রতিনিধির ওপর সমস্ত অভিযোগের তীর। অবিশ্বাস করার কোনো উপায় নেই। পত্রিকা ও সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রায় সকলেই জানে এই ইলিয়াস আলী মোল্লা কতো বড় জমি খেকো। কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করে না। যতো দিন যায় ততো জমির মালিক হয়। আর যতোবেশি জমির মালিক হয় ততোই সে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এখন দুদক-ফুদকের জালে আটক পড়ার মানুষ না। সে যতো জমির মালিক হয়ে ক্ষমতাবান হবে ততোই তার পরবর্তী এমপি মনোনয়ন নিশ্চিত হবে। আর মনোনয়ন মানেই এখন নির্বাচিত। মানুষ ভোট দিলো কিনা দিলো কিচ্ছু কি আসে যায়? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়