শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে গিয়ে চোট বাঁধিয়েছেন সৌম্য

রাকিব উদ্দীন : ঈদের ছুটি কাটানোর সময় অদ্ভুতভাবে চোট বাঁধিয়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। আজ (সোমবার) থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পেই জানা গেছে সৌম্যর এই অদ্ভুতভাবে পাওয়া চোটের ব্যাপারে।

শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে অনেক ক্রিকেটার পাড়ি জমিয়েছিলেন নিজ নিজ বাড়িতে। নিজেদের মতো করে কাটিয়েছেন ঈদের ছুটি, ছিল না ক্রিকেটীয় ব্যস্ততা। আর ঈদের ছুটিতে নিজ জেলা সাতক্ষিরা থাকাকালীন বাসা থেকে বের হওয়ার সময় কাঠের গুঁড়ির মতো একটি ভারি বস্তুর সাথে পায়ে আঘাত লাগে সৌম্যের। সেই আঘাত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।

যদিও হাসিমুখেই যোগ দিয়েছিলেন দুই সতীর্থ সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। তখন জানা যায়নি চোটের খবর। অবশ্য তৎক্ষণাৎ জানানোর মতো এতো গুরুতরও নয় চোটটি।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হওয়া ক্যাম্পে সৌম্যসহ যোগ দিয়েছেন ২২ ক্রিকেটার। আছেন মাশরাফি বিন মুর্তজাও। সকাল থেকে ক্যাম্প শুরু হয়ে জিম সেশন শেষে এই প্রতিবেদন লেখার সময় চলছে ক্রিকেটারদের বিপ টেস্ট। ছুটির কারণে ক্যাম্পে যোগ দেয়া হয়নি সাকিব আল হাসান ও সাব্বির রহমানের। ক্যাম্পে ৩৫ জন ক্রিকেটার ডাক পেলেও বড় একটি অংশ অনুপস্থিত ইমার্জিং ক্রিকেট দলের সিরিজের কারণে। সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং স্কোয়াডে আছেন বেশ কজন তরুণ ক্রিকেটার।

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়