শিরোনাম

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির জনক, আমার কাছে আপনি একাই একটা বাংলাদেশ!

রাশেদা রওনক খান : আমার কাছে, আপনি একাই একটা বাংলাদেশ! ভাবতে অবাক লাগে, কীভাবে ব্রিটিশদের দ্বিজাতি তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত বাঙালি জাতিকে এক করেছিলেন সেসময়, একজন নায়ক হয়ে উঠেছিলেন, এক ভাবনায় সারা বাংলাকে ভাবাতে পেরেছিলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে একসঙ্গে অস্ত্র ধরার মন্ত্র পাঠ করিয়েছিলেন, কীভাবে শেষ পর্যন্ত দেশকে মুক্ত করতে পেরেছিলেন। এখনো ভাবলে এর কোনো সূত্র পাই না... এই দেশে আপনিই একমাত্র এই সূত্রের আবিষ্কারক এবং যাবার বেলায় আপনি তা সঙ্গে করে নিয়ে গেছেন, হয়তো অন্য কোনো ভুবনের স্বাধীনতা অর্জনের জন্য। তাই আমরা আর কখনো কোনো বিষয়ে এক হতে পারি না, একমতও হতে পারি না... কি নিষ্ঠুরতা! যিনি আমাদের স্বাধীনতা এনে দিলেন, তাকে শত্রুরা নয়, আমাদেরই কিছু অমানুষ মেরে ফেললো। কেবল তাকে নয়, সঙ্গে তার দেশে থাকা পরিবারের প্রতিটি সদস্যকে।

আমরা পরিবারের একজন মারা গেলে কতোটা অসহায় বোধ করি, কতোটা ভেঙে পড়ি, আমাদের শোক কতো গভীর। অথচ এই পরিবারটির এতোজন সদস্যকে মেরে ফেলার পর শোক প্রকাশ তো দূরের কথা, করেছে বছরের পর বছর ইতিহাস বিকৃতি। হায়রে দেশ। অভাগা দেশ আমার। কিন্তু ইতিহাস যতোই বিকৃত করা হোক, সত্য আজ তরুণদের সামনে। তারুণ্য নির্ভর এই বাংলাদেশ জানে, তিনি না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। বিন¤্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বপ্ন কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আলোয় আলোকিত হয়ে উঠুক বাংলাদেশ, আবারও দেশ প্রেমে উজ্জীবিত হয়ে উঠুক তারুণ্য। আজকের এই শোক, শক্তিতে রূপান্তরিত হোক। আবারও এক হয়ে উঠি। সংক্ষিপ্ত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়