শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছর মাঠে গড়াচ্ছে না ইউরো টি-টুয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক : মাত্র পনেরোদিন পরেই মাঠে গড়ানোর কথা ছিলো। কিন্তু এর আগেই হঠাৎ এমন সংবাদ দিলো বিবিসি ও ক্রিকইনফো। তবে এ বছর না হলেও আগামী বছর আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের দুটি করে দল নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে আমস্টারডামে প্রথম আসর হওয়ার কথা ছিল। এউইন মরগান, মোহাম্মদ আমির, ডেল স্টেইন, ফাফ দু প্লেসি, মার্টিন গাপটিল, রশিদ খানের মতো তারকারা ‘মার্কি খেলোয়াড়’ হিসেবে এই টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

জানা গেছে, আর্থিক সঙ্কটের কারণে এই আসর পেছাতে বাধ্য হয়েছে আয়োজকরা। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টির দায়িত্বে থাকা গুরমীত সিংয়ের বোম্বে স্পোর্টস লিমিটেড অ্যান্ড উডস এন্টারটেইনমেন্ট গ্রুপ এই টুর্নামেন্টের আয়োজক। সম্প্রতি গ্লোবাল লিগের এক খেলোয়াড় তাদের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ করেন। এরপর থেকেই চাপে ছিল গ্রুপটি।

সবশেষ বুধবার সন্ধ্যায় ঘোষণা দিলো, ইউরো টি-টুয়েন্টি স্লাম আয়োজনে আরও সময় চায় তারা। ডাবলিন চিফস, বেলফাস্ট টাইটানস, এডিনবার্গ রকস, গ্লাসগো জায়ান্টস এবং ডাচ ক্লাব আমস্টারডাম নাইটস ও রটারর্ডাম রাইনোসের অংশগ্রহণে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার।

টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা প্রশান্ত মিশ্র বলেছেন, ‘২০১৯ সালের ইউরো টি-টুয়েন্টি স্লাম আয়োজন সম্ভব হবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার কোনও ইচ্ছা ছিল না ইউরো টি-টুয়েন্টি স্লাম বোর্ড, ফান্ডিং পার্টনার ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের।’ প্রথম আসর বাতিলের সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও সঠিক হয়েছে বললেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ম্যালকম ক্যানন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়