শিরোনাম
◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছর মাঠে গড়াচ্ছে না ইউরো টি-টুয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক : মাত্র পনেরোদিন পরেই মাঠে গড়ানোর কথা ছিলো। কিন্তু এর আগেই হঠাৎ এমন সংবাদ দিলো বিবিসি ও ক্রিকইনফো। তবে এ বছর না হলেও আগামী বছর আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের দুটি করে দল নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে আমস্টারডামে প্রথম আসর হওয়ার কথা ছিল। এউইন মরগান, মোহাম্মদ আমির, ডেল স্টেইন, ফাফ দু প্লেসি, মার্টিন গাপটিল, রশিদ খানের মতো তারকারা ‘মার্কি খেলোয়াড়’ হিসেবে এই টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

জানা গেছে, আর্থিক সঙ্কটের কারণে এই আসর পেছাতে বাধ্য হয়েছে আয়োজকরা। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টির দায়িত্বে থাকা গুরমীত সিংয়ের বোম্বে স্পোর্টস লিমিটেড অ্যান্ড উডস এন্টারটেইনমেন্ট গ্রুপ এই টুর্নামেন্টের আয়োজক। সম্প্রতি গ্লোবাল লিগের এক খেলোয়াড় তাদের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ করেন। এরপর থেকেই চাপে ছিল গ্রুপটি।

সবশেষ বুধবার সন্ধ্যায় ঘোষণা দিলো, ইউরো টি-টুয়েন্টি স্লাম আয়োজনে আরও সময় চায় তারা। ডাবলিন চিফস, বেলফাস্ট টাইটানস, এডিনবার্গ রকস, গ্লাসগো জায়ান্টস এবং ডাচ ক্লাব আমস্টারডাম নাইটস ও রটারর্ডাম রাইনোসের অংশগ্রহণে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার।

টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা প্রশান্ত মিশ্র বলেছেন, ‘২০১৯ সালের ইউরো টি-টুয়েন্টি স্লাম আয়োজন সম্ভব হবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার কোনও ইচ্ছা ছিল না ইউরো টি-টুয়েন্টি স্লাম বোর্ড, ফান্ডিং পার্টনার ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের।’ প্রথম আসর বাতিলের সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও সঠিক হয়েছে বললেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ম্যালকম ক্যানন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়