শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তারদের ভাবনা মিথ্যা প্রমাণিত করে বেঁচে রইলো জোড়া বোন মারিয়ম ও এনদিয়া

মোহাম্মদ মাসুদ: আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ দুই বোন বড়জোর কয়েক দিন বাঁচবে কিন্তু ডাক্তারদের অবাক করেই বড় হচ্ছে তারা। সেনেগালে জন্ম নেওয়া মরিয়ম ও এনদিয়া বয়স এখন ৩ বছর। বিবিসি বাংলা

আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ শিশু দুটো ২০১৬ সালের মে মাসে আর্ফ্রিকার সেনেগালে জন্ম গ্রহন করে। ৩ বছর বয়সী জমজ দুই বোন এখন শরীরেও বাড়ছে এবং ওয়েলসে নার্সারি স্কুল শুরু করেছে তারা। জানুয়ারিতে সার্জনরা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এখন তারা বলছেন সেটা আর সম্ভব নয়।

ডা. জিলিয়ান বডি বলেন, শিশু দুটির হৃদপিণ্ড এবং রক্তপ্রবাহ পুরোপুরি জোড়া লাগানো, মরিয়ম যেমন এনদিয়া ওপর নির্ভরশীল তেমনি এনডেয়ির বেঁচে থাকা নির্ভর করছে মরিয়মের ওপর। এভাবে শিশু দুটি কতদিন বাঁচবে সেটা বলা কঠিন।

তাদের বাবা ইব্রাহিম এনদিয়া তার দুই মেয়ের ভবিষ্যতে কথা ভাবছেন। বলেন, আমি জানি আমার সন্তানদের জন্য কি চাই এবং আমি সম্ভাব্য সবকিছু করবো। তারা এখন চলতে শিখেছে। সপ্তাহে কয়েক ঘন্টা একটি প্লে গ্রুপে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমি তাদের মেঝেতে রাখি যেন তারা ঠিক মত মেঝেতে বসতে পারে। হঠাৎ একদিন দেখি তারা জায়গা বদলাচ্ছে। আমি বলালম , ঈশ্বর আমি তো এটাই চাইছিলাম অন্য শিশুদের মতো তারাও যেন বেড়ে উঠে। দুই বোন এখন এখন সব বাধার সাথে লড়াই করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়