শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তারদের ভাবনা মিথ্যা প্রমাণিত করে বেঁচে রইলো জোড়া বোন মারিয়ম ও এনদিয়া

মোহাম্মদ মাসুদ: আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ দুই বোন বড়জোর কয়েক দিন বাঁচবে কিন্তু ডাক্তারদের অবাক করেই বড় হচ্ছে তারা। সেনেগালে জন্ম নেওয়া মরিয়ম ও এনদিয়া বয়স এখন ৩ বছর। বিবিসি বাংলা

আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ শিশু দুটো ২০১৬ সালের মে মাসে আর্ফ্রিকার সেনেগালে জন্ম গ্রহন করে। ৩ বছর বয়সী জমজ দুই বোন এখন শরীরেও বাড়ছে এবং ওয়েলসে নার্সারি স্কুল শুরু করেছে তারা। জানুয়ারিতে সার্জনরা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এখন তারা বলছেন সেটা আর সম্ভব নয়।

ডা. জিলিয়ান বডি বলেন, শিশু দুটির হৃদপিণ্ড এবং রক্তপ্রবাহ পুরোপুরি জোড়া লাগানো, মরিয়ম যেমন এনদিয়া ওপর নির্ভরশীল তেমনি এনডেয়ির বেঁচে থাকা নির্ভর করছে মরিয়মের ওপর। এভাবে শিশু দুটি কতদিন বাঁচবে সেটা বলা কঠিন।

তাদের বাবা ইব্রাহিম এনদিয়া তার দুই মেয়ের ভবিষ্যতে কথা ভাবছেন। বলেন, আমি জানি আমার সন্তানদের জন্য কি চাই এবং আমি সম্ভাব্য সবকিছু করবো। তারা এখন চলতে শিখেছে। সপ্তাহে কয়েক ঘন্টা একটি প্লে গ্রুপে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমি তাদের মেঝেতে রাখি যেন তারা ঠিক মত মেঝেতে বসতে পারে। হঠাৎ একদিন দেখি তারা জায়গা বদলাচ্ছে। আমি বলালম , ঈশ্বর আমি তো এটাই চাইছিলাম অন্য শিশুদের মতো তারাও যেন বেড়ে উঠে। দুই বোন এখন এখন সব বাধার সাথে লড়াই করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়