মোহাম্মদ মাসুদ: আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ দুই বোন বড়জোর কয়েক দিন বাঁচবে কিন্তু ডাক্তারদের অবাক করেই বড় হচ্ছে তারা। সেনেগালে জন্ম নেওয়া মরিয়ম ও এনদিয়া বয়স এখন ৩ বছর। বিবিসি বাংলা
আশঙ্কা ছিল জোড়া লাগা যমজ শিশু দুটো ২০১৬ সালের মে মাসে আর্ফ্রিকার সেনেগালে জন্ম গ্রহন করে। ৩ বছর বয়সী জমজ দুই বোন এখন শরীরেও বাড়ছে এবং ওয়েলসে নার্সারি স্কুল শুরু করেছে তারা। জানুয়ারিতে সার্জনরা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এখন তারা বলছেন সেটা আর সম্ভব নয়।
ডা. জিলিয়ান বডি বলেন, শিশু দুটির হৃদপিণ্ড এবং রক্তপ্রবাহ পুরোপুরি জোড়া লাগানো, মরিয়ম যেমন এনদিয়া ওপর নির্ভরশীল তেমনি এনডেয়ির বেঁচে থাকা নির্ভর করছে মরিয়মের ওপর। এভাবে শিশু দুটি কতদিন বাঁচবে সেটা বলা কঠিন।
তাদের বাবা ইব্রাহিম এনদিয়া তার দুই মেয়ের ভবিষ্যতে কথা ভাবছেন। বলেন, আমি জানি আমার সন্তানদের জন্য কি চাই এবং আমি সম্ভাব্য সবকিছু করবো। তারা এখন চলতে শিখেছে। সপ্তাহে কয়েক ঘন্টা একটি প্লে গ্রুপে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমি তাদের মেঝেতে রাখি যেন তারা ঠিক মত মেঝেতে বসতে পারে। হঠাৎ একদিন দেখি তারা জায়গা বদলাচ্ছে। আমি বলালম , ঈশ্বর আমি তো এটাই চাইছিলাম অন্য শিশুদের মতো তারাও যেন বেড়ে উঠে। দুই বোন এখন এখন সব বাধার সাথে লড়াই করতে পারে।