শিরোনাম

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগরতলা বিমানবন্দরকে জমি দেয়ার বিষয়ে পর্যালোচনা চলছে, জানালেন শাহরিয়ার আলম

মঈন মোশাররফ : আগরতলা বিমানবন্দরে নিরাপদে প্লেন অবতরণে ক্যাট আই লাইট স্থাপনের জন্য জমি চেয়ে ভারত বাংলাদেশকে যে অনুরোধপত্র দিয়েছে তা পর্যালোচনায় সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ডয়চে ভেলে

বৃহস্পতিবার ডয়চে ভেলেকে তিনি বলেন, ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাওয়া গেছে এবং তা অফিসিয়াল। পাওয়ার পর সিভিল এভিয়শনকে বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে, তারা কাজও শুরু করেছে, এদের প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, শাহরিয়ার আলম বলেন, সিভিল এভিয়শনকে বিষয়টি পর্যালোচনা করার জন্য বলেছি এবং তাদের কারিগরি কমিটি এ নিয়ে কাজ করছে। সিভিল এভিয়শন বিষয়টি খতিয়ে দেখার পর আবার আলোচনা করব, এরপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়