শিরোনাম
◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ কার স্বার্থে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা, জানতে চেয়েছে ইআরএফ ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নতুন নির্দেশনা ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের ইবিজায় মেসি ও তার পরিবারের উপর হামলা

রাকিব উদ্দীন : কোপা আমেরিকার পর থেকে পরিবারকে সময় দিচ্ছেন মেসি ও সুয়ারেজরা। প্রাক মৌসুম ছুটি কাটাতে স্পেনের ইবিজায় আছেন বার্সেলোনার এ তারকা খেলোয়াড়রা। সেখানে এক কনসার্টে পরিবারসহ গিয়েছিলেন তারা। কনসার্ট শেষে হঠাৎ মেসির উপর হামলা চালায় এক দুষ্কৃতিকারী। তবে আর্জেন্টাইন তারকার নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আক্রমণ থেকে রক্ষা পান মেসি, তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো।

আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, স্পেনের ইবিজায় কনসার্ট শেষে পরিবারসহ সেখানের এক নাইট ক্লাবে গিয়েছিলেন মেসি। সেখানেই এক দুষ্কৃতিকারী আক্রমণ করে বসে মেসির উপর। পার্টিতে হওয়া ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন নিরাপত্তাকর্মী মেসির চারপাশ ঘিরে রেখে তাকে নিয়ে বের হচ্ছেন।

তবে, আসল ঘটনা এখনও জানা যায়নি। আক্রমণকারী কে বা কারা সেটিও জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ইবিজায় দিনের বেলা সুয়ারেজ, আলবা আর ফ্যাব্রিগাসের পরিবারের সঙ্গে অন্যান্যদের মতোই আনন্দে মেতেছিলেন মেসির পরিবার। সেখানেই এই আক্রমণের ঘটনা ঘটে। ওই আক্রমনে কারো কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে সেখান থেকে বের হতে পেরেছিলেন।

সম্পাদনা : আক্তারুজ্জামান/শিউলী আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়