শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ পিটার হাস বিদায় নিচ্ছেন, চীন থেকে আসছেন ডেভিড মিল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ শুরুর একদিন আগে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, অভিষেক হলো জেসন রয়ের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে আজ বুধবার একমাত্র টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক দল ইংল্যান্ড। তার আগেই একাদশ ঘোষণা করেছে তারা। এ একাদশে রয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা জেসন রয়। আইরিশদের সঙ্গে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার। অবশ্য তার সঙ্গে আরেকজনও অভিষিক্ত হচ্ছেন। তিনি হলেন ওলি স্টোন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, এ সিরিজের দলপতি জো রুট।

বুধবার বাংলাদেশ সময় বিকেলে ৪টায় শুরু হবে ম্যাচটি। আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের লর্ডস টেস্ট সামনে রেখে গতকালেই একাদশ ঘোষণা করে। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করে থাকে দলগুলো। এবার ব্যতিক্রম কিছু হয়েছে।

চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৪৪৩ রান করেছেন ইংল্যান্ডের ২৮ বছরের ডান হাতি ওপেনার। লিগ পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৩ রানের ঝকঝকে ইনিংসও খেলেন রয়। সেই পারফরমেন্সের সৌজন্যেই অবশেষে তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ওয়ানডে স্পেশালিস্ট জেসন রয় শেষবার প্রথম শ্রেনির ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ড লায়ন্সের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে। প্রথম শ্রেনির ক্রিকেটে তার ব্যাটিং গড় ৩৮। অঘটন না ঘটলে অ্যাসেজের প্রথম টেস্ট।

১ অগাস্ট থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ঐতিহাসিক অ্যাসেজ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে জেসন রয় খেলবেন বলেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। অ্যাসেজের প্রস্তুতি হিসেবে ২৪ জুলাই থেকে লর্ডসে আয়ারল্যান্ডের সঙ্গে চার দিনের টেস্ট খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচে রয়কে পরীক্ষা করে দেখা হবে।

সম্পাদনা : রেজাউল আহসান ও মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়