শিরোনাম
◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হেেছ : গ্যালান্ট ◈ এখন যারা দূর্নীতি করছে, তারা কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের  ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ◈ রাজধানীর ইসলামবাগে ছয় তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি, সঙ্গে ডেপুটি গভর্নর ◈ গণমাধ্যম নিরপেক্ষ নয়, তাই সংবাদ সম্মেলন করি না: নরেন্দ্র মোদি  ◈ আরও দুই দিনের হিট অ্যালার্ট ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল পর্বের লড়াই আগামী ২৬ জুলাই। তার আগে প্রস্তুতি হিসেবে লঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম-মুশফিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

গত এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সিরিজ নিয়ে অনিশ্চয়তায় ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কায় দল পাঠিয়েছে বাংলাদেশ। শর্ত ছিল সবকটি ম্যাচই কলম্বোতে আয়োজন করতে হবে। সেই শর্ত মেনেই কলম্বোতে পুরো সিরিজ আয়োজন করা হচ্ছে।

সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচটিও কলম্বোতে রাখা হয়েছে। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডের প্রত্যেকেই খেলার সুযোগ পাবেন। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

ফলে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানোর আভাস দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচে যারা খেলবেন তাদেরই বেশি সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে দলের।

তামিম বলেন, ‘আমরা প্রথম ম্যাচে যে একাদশ খেলানোর চেষ্টা করছি, ম্যাক্সিমাম যেন ওটাই রাখতে পারি। এ রকম চিন্তা ভাবনা আছে। এরপর কোচ আছে, নির্বাচক আছে- ওনারা চিন্তাভাবনা করবেন। এখন পর্যন্ত আমরা এমন চিন্তা ভাবনা করছি, যে একাদশ খেলবে ওদেরকে বেশি সুযোগ দেওয়ার।’

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

সম্পাদনা : কাজী নুসরাত ও রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়