শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সফরসঙ্গী হিসেবে স্ত্রীদের নিতে কোহলিরাই সিদ্ধান্ত নিবেন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে বাদ পড়ে যাওয়ার কারণ ছিলো স্ত্রী ও বান্ধবীরা সঙ্গী হিসেবে রাখার কারণে এমন বিতর্কেই ওঠেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই সামনের সফরগুলোতে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নিতে পারবেন কি না নতুন করে এমন বিতর্ক ওঠেছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) ভারতের অধিনায়ক ও কোচকে স্ত্রী ও বান্ধবীদের সফরসূচি সম্পর্কে চূড়ান্ত রায়ের অধিকার দিয়েছে। অর্থাৎ, ক্রিকেটারদের বান্ধবী বা স্ত্রী কত দিন সফরে থাকবেন, কখন থাকবেন বা আদৌ থাকতে পারবেন কি না, সে ব্যাপারে কোচ এবং অধিনায়কই শেষ কথা বলবেন।

সিওএ-র নতুন নির্দেশ দেখে অনেকেই অবাক। এত দিন ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের সফরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতো ক্রিকেট বোর্ডই। কখনও অধিনায়ক বা কোচের হাতে সেই বিষয় থাকতো না। বোর্ড কর্তারা এমনিতেই নানা ব্যাপারে ক্ষমতা হারাতে শুরু করেছেন। লোধা কমিটির একাধিক সুপারিশে তারা অস্তিত্ব সঙ্কটে পড়তে শুরু করেছেন। লোধা কমিটির সুপারিশ মেনে নির্বাচক কমিটির বৈঠক থেকে সচিবকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভার আহ্বায়ক হবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান।

যা নিয়ে কারও কারও বক্তব্য, এম এস কে প্রসাদের মতো স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন সাবেক ক্রিকেটারকে কী করে এত বড় দায়িত্ব দেওয়া যায়? কথা উঠেছে, ভবিষ্যতে অনেক বেশি টেস্ট খেলা এবং বেশি অভিজ্ঞতাসম্পন্ন সাবেক প্রধান নির্বাচকের পদ দেওয়ার। যাতে আহ্বায়ক হওয়ার মতো যোগ্যতা থাকে চেয়ারম্যানের। বোর্ড কর্তারা ক্ষমতা হারাতে শুরু করায় প্রতিবাদ এবং ক্ষোভ বাড়তে শুরু করেছে। ক্রিকেটারদের স্ত্রীদের নিয়ে নতুন নির্দেশ দিয়ে তোপের মুখে পড়েছে সিওএ। এমনকি, আর এম লোধা, যিনি ক্রিকেট সংস্কারে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি পর্যন্ত উষ্মা প্রকাশ করেছেন সিওএ নিয়ে। সম্পাদনা: ইকবাল খান/সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়