শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমানে বলিউডের সুপারহিট ‘কবির সিং’ দক্ষিণী সিনেমার রিমেক

মুসবা তিন্নি : বক্স অফিসে তরতর করে এগিয়ে চলছে ‘কবির সিং’। এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ আয় করা ছবি এটি। ঢুকেছে ২৫০ কোটির ঘরে। অভিনেতা শহীদ কাপুরের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম মাইলফলকও। ছবিটি নাকি দেখার কোনোই ইচ্ছা নেই বিজয় দেবারাকোন্ডার! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দক্ষিণী সিনেমার এই অভিনেতা।

বিজয় দেবারাকোন্ডার বলেন, ‘কবির সিং’(২০১৯) ছবিটি 'অর্জুন রেড্ডি' (২০১৭) নামের যে ছবি থেকে রিমেক, সেই ছবিটিরই নায়ক বিজয় দেবারাকোন্ডা। অর্থাৎ, বড় পর্দায় শহীদ কাপুর সম্প্রতি যে চরিত্রটি করেছেন, সেটি আগেই করেছেন বিজয়। আর দ্বিতীয়বার বিজয়ের ‘অর্জুন রেড্ডি’ই হয়েছেন শহীদ কাপুর। ‘কবির সিং’য়ের চুল থেকে চরিত্র—সবই ‘অর্জুন রেড্ডি’ থেকে নেওয়া।

যদিও ‘কবির সিং’ নিঃসন্দেহে ‘অর্জুন রেড্ডি’র থেকে অনেক বড় হিট। এখন পর্যন্ত কবির সিং ৩৪৪ কোটি রুপি আয় করেছে। ইতিমধ্যে এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ ছবির তালিকায় নবম স্থানে আছে। সেই তুলনায় 'অর্জুন রেড্ডি'র ৫৫ কোটিকে মাত্রই বলতে হবে। এই দুটি ছবিই পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দ্বীপ ভাঙ্গা।

সে যা-ই হোক, ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের ছবি ‘ডিয়ার কমরেড’ মুক্তির দোরগোড়ায়। সে ছবিরই একটি সংবাদ সম্মেলনে ছিলেন বিজয়। সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন ‘কবির সিং’ ছবি দেখা নিয়ে। বিজয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘শহীদ ছবিটি করেছে। আর সে ভালোই করেছে। সেখানে আমার দেখার কিছুই নাই। আমি ছবির গল্প জানি, আমিই মূল ছবিটি করেছি, আবার কেন আমি সেই ছবি দেখব?

তবে প্রাথমিকভাবে ‘কবির সিং’য়ের টিজার দেখে অকপটে নিজের ভালো লাগা প্রকাশ করেছিলেন তিনি। শহীদ কাপুরকে ফোন করে নিজের ভালো লাগার কথা জানিয়ে শুভকামনাও জানিয়েছিলেন। কিন্তু তাঁর অভিনীত চরিত্র দিয়েই যে শহীদ কাপুর এতটা প্রশংসা পাবেন, তা হয়তো ভাবেননি। ভাবেননি যে এই ছবি ঝড় তুলবে বক্স অফিসে। আর সেই ঝড়ে উড়ে যাবে বছরের আর সমস্ত ছবি। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়