শিরোনাম
◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দিনভর আষাঢ়ের বৃষ্টি : বিপর্যস্ত জনজীবন

মাহফুজ নান্টু, কুমিল্লা : একটু পর পর হাল্কা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বাতাসের ঝাপটায় বৃষ্টির পরিমাণ বাড়ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এমন হাল্কা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর কুমিল্লার জনজীবন। তবে খেটে খাওয়া মানুষদের ভোগান্তি এখন চরমে। কাজ না থাকায় ঘরে অপেক্ষায় থাকা স্ত্রী সন্তানদের নিয়ে অর্ধাহারে আনাহারে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার থেকে শুক্রবার টানা দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। নগরীর ব্যস্ততম এলাকা কান্দিরপাড়ে গিয়ে দেখা যায়, অন্যদিনের চেয়ে অনেক ফাঁকা। শিক্ষার্থীরা ছুটির পর কাক ভেজা হয়ে বাসায় যাচ্ছে। বৃষ্টির কারণে সড়কে ব্যাটারি চালিত অটো রিকশার পরিমাণ কম থাকায় প্যাডেল চালিত রিক্সাওয়ালারা বৃষ্টির অযুহাতে বাড়তি ভাড়া নিচ্ছেন ৷

মুরাদনগর উপজেলা থেকে সাব রেজিস্ট্রি অফিসে আসা আবদুল গফুর জানান, নগরীর শাসনগাছা থেকে ফৌজদারিতে রিকশায় করে আসতে ভাড়া লাগে ২০/২৫ টাকা লাগে। আর সিএনজি চালিত অটোরিকশা লাগে ১০ টাকা। বৃষ্টির অযুহাত দেখিয়ে রিক্সাওয়ালারা ২০/২৫ টাকার ভাড়া ৩০/৪০ টাকা হাকাচ্ছেন।

ভোগান্তিতে আছেন নগরীর ফুটপাতে ফেরি করে সংসার চালানো নিম্ন আয়ের মানুষজন। বেচাকেনা না হওয়ায় খালি হাতেই ফিরতে হয় ঘরে।

এদিকে আষাঢ়ের শেষ সময়ে বৃষ্টিপাত আরো দু দিন স্থায়ী হতে পারে বলে জানান কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ইসমাইল হোসেন ভূঁইয়া। তিনি জানান, বৃষ্টিপাতের মৌসুম এখন তাই যে কোনো সময় বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক বিষয়। তবে আগামী দু দিন আকাশ ভারি থেকে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের ধারাবাহিকতা থাকতে পারে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়