শিরোনাম
◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের বাংলাদেশের সংগঠক আটক

সুজন কৈরী : পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলদেশের সক্রিয় সংগঠক জাহিদ উদ্দিন আহমেদ ওরফে জাকির ওরফে মিলান ওরফে জাহিদকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার এটিইউর এসপি (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান বলেন, গোপন তথ্যে বৃহস্পতিবার জাহিদকে আটক করা হয়েছে। তার বাসা থেকে বিপুল সংখ্যক সরকার বিরোধী লিফলেট ও পুস্তিকা, বেশ কিছু উগ্রবাদী বই, দুইটি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধারের পর জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গেন্ডাারিয়া থানায় মামলা হয়েছে।

মাহিদুজ্জামান বলেন, জাহিদ আইইউবি থেকে ১৯৯৮ সালে বিবিএ সম্পন্ন করে এবং ২০০৪ সালে হিযবুত তাহরীর বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়। ২০১৪ সাল থেকে সংগঠনের ঢাকা-পূর্ব অঞ্চলের অন্যতম দাওয়াহ প্রধান হিসেবে ওয়ারী, গেন্ডাারিয়া, যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় কাজ করছিল।

বর্তমানে জাহিদ আজগর আলী হাসপাতালে অ্যাসিস্ট্যান্স ম্যানেজার (মেডিকল রেকর্ড বিভাগ) হিসেবে কর্মরত। নারিন্দা এলাকায় জাহিদের বাসায় হিযবুত তাহরীরের নিয়মিত গোপন বৈঠক অনুষ্ঠিত হতো। এর আগেও তাকে হিযবুত তাহরীর বাংলাদেশের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়