শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের বাংলাদেশের সংগঠক আটক

সুজন কৈরী : পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলদেশের সক্রিয় সংগঠক জাহিদ উদ্দিন আহমেদ ওরফে জাকির ওরফে মিলান ওরফে জাহিদকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার এটিইউর এসপি (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান বলেন, গোপন তথ্যে বৃহস্পতিবার জাহিদকে আটক করা হয়েছে। তার বাসা থেকে বিপুল সংখ্যক সরকার বিরোধী লিফলেট ও পুস্তিকা, বেশ কিছু উগ্রবাদী বই, দুইটি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধারের পর জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গেন্ডাারিয়া থানায় মামলা হয়েছে।

মাহিদুজ্জামান বলেন, জাহিদ আইইউবি থেকে ১৯৯৮ সালে বিবিএ সম্পন্ন করে এবং ২০০৪ সালে হিযবুত তাহরীর বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়। ২০১৪ সাল থেকে সংগঠনের ঢাকা-পূর্ব অঞ্চলের অন্যতম দাওয়াহ প্রধান হিসেবে ওয়ারী, গেন্ডাারিয়া, যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় কাজ করছিল।

বর্তমানে জাহিদ আজগর আলী হাসপাতালে অ্যাসিস্ট্যান্স ম্যানেজার (মেডিকল রেকর্ড বিভাগ) হিসেবে কর্মরত। নারিন্দা এলাকায় জাহিদের বাসায় হিযবুত তাহরীরের নিয়মিত গোপন বৈঠক অনুষ্ঠিত হতো। এর আগেও তাকে হিযবুত তাহরীর বাংলাদেশের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়