সুজন কৈরী : পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলদেশের সক্রিয় সংগঠক জাহিদ উদ্দিন আহমেদ ওরফে জাকির ওরফে মিলান ওরফে জাহিদকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার এটিইউর এসপি (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান বলেন, গোপন তথ্যে বৃহস্পতিবার জাহিদকে আটক করা হয়েছে। তার বাসা থেকে বিপুল সংখ্যক সরকার বিরোধী লিফলেট ও পুস্তিকা, বেশ কিছু উগ্রবাদী বই, দুইটি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধারের পর জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গেন্ডাারিয়া থানায় মামলা হয়েছে।
মাহিদুজ্জামান বলেন, জাহিদ আইইউবি থেকে ১৯৯৮ সালে বিবিএ সম্পন্ন করে এবং ২০০৪ সালে হিযবুত তাহরীর বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়। ২০১৪ সাল থেকে সংগঠনের ঢাকা-পূর্ব অঞ্চলের অন্যতম দাওয়াহ প্রধান হিসেবে ওয়ারী, গেন্ডাারিয়া, যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় কাজ করছিল।
বর্তমানে জাহিদ আজগর আলী হাসপাতালে অ্যাসিস্ট্যান্স ম্যানেজার (মেডিকল রেকর্ড বিভাগ) হিসেবে কর্মরত। নারিন্দা এলাকায় জাহিদের বাসায় হিযবুত তাহরীরের নিয়মিত গোপন বৈঠক অনুষ্ঠিত হতো। এর আগেও তাকে হিযবুত তাহরীর বাংলাদেশের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
সম্পাদনা : মিঠুন রাকসাম