শিরোনাম
◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল ◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথা নিয়েও চার ম্যাচ খেলেছেন রাসেল, বিশ্বকাপ বলেই এই আত্মত্যাগ

স্পোর্টস ডেস্ক : আইপিএল থেকেই ইনজুরিতে ভুগছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই চোট নিয়েই বিশ্বকাপ মিশনে আসছিলেন তিনি। কিন্তু বাঁ হাটুতে চোট থাকা সত্ত্বেও তাকে চার ম্যাচ খেলিয়েছে উইন্ডিজ। কারণ দলের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সার্ভিস থেকে বঞ্চিত হতে চায়নি তারা। কিন্তু এই চোটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় রাসেলের জন্য।

এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে বিশ্বকাপ বলেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেননি রাসেল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে খেলেছেন ব্যথা নিয়ে।

ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি এই আত্মত্যাগ করেছি লড়াই করার জন্য এবং ব্যথাকে পেছনে ফেলেছি। আমি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই ব্যথা অনুভব করেছি। তবে এটি বিশ্বকাপ এবং আমার মাথায় ছিল যে মানুষ আন্দ্রে রাসেলের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে।’

চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া যে কতটা চ্যালেঞ্জিং সেটাও স্বীকার করেছেন রাসেল। তার ভাষায়, ‘আমি জানতাম যে এটি অনেক চ্যালেঞ্জিং হবে কারণ আমার হাঁটুর সমস্যা ছিল। এটি আমাকে যে আগামী কয়েক বছর উদ্বেগের মধ্যে রাখবে সেটি আমি জানতাম।’

চোট নিয়ে খেলা চালিয়া যাওয়াতে অবশ্য দুঃখ নেই রাসেলের। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া এই ক্যারিবিয়ান বলেছেন, ‘আমার কোনও দুঃখ নেই। আমি জানতাম এটি বেশ কঠিন হতো আমার জন্য।’

হাটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রাসেলের। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আগে চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়