শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ পিটার হাস বিদায় নিচ্ছেন, চীন থেকে আসছেন ডেভিড মিল

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে যে রেকর্ড কেউ করেনি সেটাই ডাকছে সাকিবকে

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। টানা দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করে আছেন সর্বাধিক রানের মালিক। চলমান বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ করছেন তিনি। এই আসরেই একদিনের ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকার, দ্রুততম ৬ হাজার রান ও ২৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। এবার রেকর্ড ভেঙে ফেলার সুযোগ আছে। কিন্তু এবার সাকিব এমন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে যেটা ভাঙতে পারবে না কেউ।

কোনো কিছুতে ১ম হওয়ার রেকর্ড কখনো ভাঙে না। যেমন অমর হয়ে আছে, বিশ্বকাপের ১ম সেঞ্চুরি করা ডেনিস অ্যামব্রিসের রেকর্ড কিংবা ১ম উইকেট শিকার করা মহিন্দর অমরনাথের রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের ১ম অলরাউন্ডার হিসেবে সাকিব দাঁড়িয়ে আছেন একইসাথে ১০০০ রান ও ৩০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে।

গত ৩ বিশ্বকাপে ব্যাট হাতে ২১ ইনিংসে ৫৪০ রান সংগ্রহ করেছিলেন সাকিব। আর বিশ্বকাপের দ্বাদশ আসরে ১ম ৪ ম্যাচেই তিনি সংগ্রহ করেছেন ৩৮৪ রান। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে পর তার মোট রান হয়েছে ৯২৪।

আগের ৩টি বিশ্বকাপে ২৩ উইকেটের সাথে এবারের ৫ উইকেট নিয়ে এই বাঁহাতি অলরাউন্ডারের ঝুলিতে এখন মোট উইকেট সংখ্যা ২৮। আর মাত্র ২ উইকেট ও ৭৬ রান করলেই বিশ্বকাপ ইতিহাসের ১ম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট শিকারির তালিকায় স্থায়ীভাবে ১ম নামটা হবে ‘সাকিব আল হাসান’।

এই রেকর্ডের খুব কাছে গিয়ে থেমেছেন অজি অলরাউন্ডার স্টিভ ওয়াহ ও লঙ্কান অলরাউন্ডার সনৎ জয়সুরিয়া। ৩টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৭৮ রানের সাথে ২৭টি উইকেট শিকার করেছিলেন পেস অলরাউন্ডার ওয়াহ। ৫টি বিশ্বকাপে মোট ৩৮টি ম্যাচ খেলা জয়সুরিয়া ব্যাট হাতে হাজার রান পেরোলেও (১১৬৫ রান) বল হাতে রেকর্ডটি ছুঁতে পারেননি। থেমেছিলেন ২৭ উইকেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়