শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরায় মান পরীক্ষা হচ্ছে ৫২টি পণ্যের, উত্তীর্ণ হতে পারে ৫০ শতাংশ

স্বপ্না চক্রবর্তী : লাইসেন্স বাতিল হওয়া ৫২টি পণ্যের পুনরায় মান পরীক্ষা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই মধ্যে পাশ করেছে এসিআইয়ের লবণ আর নিউজিল্যান্ড ডেইরির ডুডুলস নুডুলস। বুধবার একই পরীক্ষায় পুনরায় লাইসেন্স ফিরে পেয়েছে বাতিল হওয়া অপর কোম্পানী প্রাণের কারি পাউডার।

এভাবে আরও প্রায় ১৩টি পণ্যের মান পরীক্ষার ফলাফল বিএসটিআইয়ের হাতে এসেছে। যার মধ্যে প্রায় ৫০শতাংশই উত্তীর্ণ এবং লাইসেন্স ফিরে পেতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের পরিচালক প্রকোশলী এস এম ইসাহাক আলী।

তিনি বলেন, নিষিদ্ধ ৫২ টি পণ্যের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় মান পরীক্ষায় যেসব পণ্য উত্তীর্ণ হয়েছে তাদের বিএসটিআইয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। প্রাণের কারি পাউডার, এসিআইয়ের লবন, নিউজল্যান্ড ডেইরির ডুডুলস নুডুলস পুনরায় মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছৈ। এসব পণ্যের সিএম লাইসেন্সের ওপর আরোপ করা স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছৈ। এর বিস্তারিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।

তিনি জানান, নিষিদ্ধ হওয়া ৫২টি পণ্যের প্রায় সবগুলোই পুনরায় মান পরীক্ষা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে বলে আমরা আশা করছি।

প্রসঙ্গত, বিএসটিআই সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানায় ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৫২টি পণ্য মানহীন বলে পাওয়া গেছে। ১২ মে হাইকোর্টের একটি বেঞ্চ পণ্যগুলো বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেন। এরপর বিএসটিআই ওই পণ্যগুলোর লাইসেন্স স্থগিত করে। পরবর্তীতে গত ২৩ মে আদালতের নির্দেশনায় বলা হয়, নিম্নমানের ৫২ পণ্যের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারজাত করতে চায়, তাহলে বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষা করাতে হবে। মান পরীক্ষায় উত্তীর্ণের পর বিএসটিআই অনুমতি দিলে তা বাজারজাত করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়