ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সমাজ সেবা ও রাজনীতিতে অবক্ষয় শুরু হয়েছে। দেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর রাজনীতির নামে অপরাজনীতি চলছে।
গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কিছু মানুষ রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। রাজনীতিতে যারা যত বেশি টাকা লগ্নি করতে পারে, তারাই বেশি লাভবান হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এখন ব্যবসায় পরিনত হয়েছে। অথচ এমনটি হওয়া উচিত নয়। আমরা রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চাই। বলেন, জাতীয় পার্টিকে সাধারণ মানুষের ভালোবাসার পার্টিতে পরিণত করা হবে। জাতীয় পার্টি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি বলেন শুধু রাজনীতিবিদদের সামলোচনা করলে চলবেনা, যোগ্য নেতৃত্ব নির্বাচনে সাধারণ মানুষকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, জাতীয় পার্টির রাজনীতিতে যাদের ত্যাগ ও অবদান আছে তাদেরই মূল্যায়ন করা হবে। বলেন, নেতা-কর্মীদের শুধু কর্মসূচি বাস্তবায়ন করেই দায়িত্ব শেষ হবেনা। পার্টির নেতৃত্ব নির্বাচন এবং পার্টির কর্মকৌশল নির্ধারনেও ভূমিকার রাখতে হবে তৃণমূল নেতা-কর্মীদের।
আজ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংসহতি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় এবং যুব সংহতির নেতা এডভোকেট মো: জুলফিকার হোসেন বোঁচাগঞ্জ এবং মো: জহিরুল ইসলাম ভূইয়া তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যুব সংহতি এই সংবর্ধনার আয়োজন করে।
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক লায়ন আহাদ ইউ চৌধুরী শাহিন এর সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব মাহমুদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বিএনপি তাদের কৃত-কর্মের ফল ভোগ করছে। বলেন জেলখানায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ইফতারে একটি খেজুর খেতে দেয়নি। অথচ তারা এখন খালেদা জিয়ার ইফতার নিয়ে নানা অভিযোগ তুলছেন। বলেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে, অথচ সব চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে এখনো মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়নি। মসিউর রহমান রাঙ্গা দ্রুত রংপুর সিটি মেয়রকে মন্ত্রীর পদ মর্যাদা দিতে সরকারের প্রতি আহবান জানান।