শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহজাবিন-সাবিলা, সাফাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য ইলোরা গহরের(ভিডিও)

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনয় পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এক সাক্ষাৎকা‌রে এমনটা দাবি ক‌রে‌ন এই অভিনেত্রী। তিনি ব‌লেন, ‘মেহজা‌বিন দেখ‌তে সুন্দর। ত‌বে অভিনয়টা একদমই জানে না।’

সাক্ষাৎকা‌রে ইলোরা গহরের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে জানতে চাওয়া হয়। সাফা কবির প্রসঙ্গ আসতে ইলোরা গহর হতভম্ব হয়ে জানতে চান, ‘সাফা, এরে তো আমি চিনিই না।’

সাবিলা নূরের সম্পর্কে বলেন, ‘সাবিলা নূর মিডিয়ায় এসে নিজের জায়গা ধরে রাখতে পারেনি। তার শিল্পী হওয়ার যোগ্যতা নেই’।

অপূর্বর অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অপূর্বর অভিনয় আমার ভালো লাগে না। অভিনয়ে নিজস্ব স্টাইল দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।’

চলচ্চিত্রে চিত্রনায়ক শাকিব খানকে ছাড়া আর কোনো নায়ককে দেখেন না এই অভিনেত্রী। চলচ্চিত্রে এখন কোনো নায়িকা নেই বলে তার মন্তব্য।

এই অভিনেত্রী সবচেয়ে প্রিয় শিল্পীর তালিকায় আছে ডলি জহুর। আর সুবর্ণা মুস্তাফাকে সবচেয়ে সুন্দর অভিনেত্রী মনে করেন তিনি। এছাড়াও জয়া আহসান, মোশাররফ করিম, ফজরুল রহমান বাবু, নাবিলা, সজল, নিলয়, আফরান নিশো, জোভান, তৌসিফ মাহবুবের অভিনয়ের প্রশংসা করেন ইলোরা গহর। আর বিজরী বরকতুল্লাহ ও তমালিকা কর্মকারকে ছন্নছাড়া অভিনেত্রী বলে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মেয়ে অভিনেত্রী ইলোরা গহর। ১৯৭৯ সালে মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি এখনো নিয়মিত অভিনয় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়