শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহজাবিন-সাবিলা, সাফাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য ইলোরা গহরের(ভিডিও)

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনয় পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এক সাক্ষাৎকা‌রে এমনটা দাবি ক‌রে‌ন এই অভিনেত্রী। তিনি ব‌লেন, ‘মেহজা‌বিন দেখ‌তে সুন্দর। ত‌বে অভিনয়টা একদমই জানে না।’

সাক্ষাৎকা‌রে ইলোরা গহরের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে জানতে চাওয়া হয়। সাফা কবির প্রসঙ্গ আসতে ইলোরা গহর হতভম্ব হয়ে জানতে চান, ‘সাফা, এরে তো আমি চিনিই না।’

সাবিলা নূরের সম্পর্কে বলেন, ‘সাবিলা নূর মিডিয়ায় এসে নিজের জায়গা ধরে রাখতে পারেনি। তার শিল্পী হওয়ার যোগ্যতা নেই’।

অপূর্বর অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অপূর্বর অভিনয় আমার ভালো লাগে না। অভিনয়ে নিজস্ব স্টাইল দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।’

চলচ্চিত্রে চিত্রনায়ক শাকিব খানকে ছাড়া আর কোনো নায়ককে দেখেন না এই অভিনেত্রী। চলচ্চিত্রে এখন কোনো নায়িকা নেই বলে তার মন্তব্য।

এই অভিনেত্রী সবচেয়ে প্রিয় শিল্পীর তালিকায় আছে ডলি জহুর। আর সুবর্ণা মুস্তাফাকে সবচেয়ে সুন্দর অভিনেত্রী মনে করেন তিনি। এছাড়াও জয়া আহসান, মোশাররফ করিম, ফজরুল রহমান বাবু, নাবিলা, সজল, নিলয়, আফরান নিশো, জোভান, তৌসিফ মাহবুবের অভিনয়ের প্রশংসা করেন ইলোরা গহর। আর বিজরী বরকতুল্লাহ ও তমালিকা কর্মকারকে ছন্নছাড়া অভিনেত্রী বলে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মেয়ে অভিনেত্রী ইলোরা গহর। ১৯৭৯ সালে মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি এখনো নিয়মিত অভিনয় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়