শিরোনাম
◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু? ◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ জুনের ছুটি নিয়ে আলোচনা হয়নি মন্ত্রিসভায়, বললেন মন্ত্রিপরিষদ সচিব

এইচ এম জামাল:ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটির জন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি প্রয়োজন; সেটা হবে কি না,তা নিয়েই বেশ আলোচনা সরকারি কর্মচারীদের মাঝে।সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সিদ্ধান্ত জানতে আগ্রহী দেখা গলেও সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের জন্য কোনো সুখবর শোনানে পারেননি। বিডি নিউজ

শব-ই কদরের পরের দিন আগামী ৩ জুন ছুটি ঘোষণা হলে এবারের ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪, ৫ ও ৬ জুন ঈদুল ফিতরের ছুটি। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের।

২০১৬ সালে রোজার ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করায় টানা নয় দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকুরেরা। এবারও তারা সেই আশায় রয়েছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন,এটা নিয়ে আলোচনা হয়নি। আমার মনে হয়,এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কী। ৩ জুন ছুটি ঘোষণার সম্ভাবনা আছে কি না-এই প্রশ্নে শফিউল বলেন, এখনও কোনো আলোচনা শুনিনি। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার পর ছুটির সিদ্ধান্ত কীভাবে হবে-এক সাংবাদিকের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন। এটা ইন্টারনেটের যুগ, ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়