লিউনা হক: ব্রাজিলের মানাউস শহরের ৪টি কারাগার থেকে সোমবার ৪২ জন বন্দির লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শহরটির একটি কারাগারে সহিংসতায় ১৫ জন কারাবন্দী নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। বিবিসি, গার্ডিয়ান
ব্রাাজিলের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের ৪ কারগারে নিহতদের অধিকাংশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা জানিয়েছে, চারটি ভিন্ন ভিন্ন কারাগারে রুটিন পরিদর্শনের সময় ৪২ জনের লাশ উদ্ধার করা হয়।
এই ‘পরিস্থিতি মোকাবিলা’ একটি টাস্কফোর্সও পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।