শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দফা দাবিতে ঢাবিতে সংবাদ সম্মেলন দৃষ্টি প্রতিবন্ধি গ্রাজুয়েটদের

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি: বৈষম্যমূলক রিসোর্স শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দৃষ্টিপ্রতিবন্ধি গ্রাজুয়েট পরিষদ। সোমবার (২৭ মে) দুপুরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের পরে তার মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট স্মারক লিপি প্রদান করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আলি হোসেন বলেন, আমরা গত ৩১ মার্চ ৪০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে শ্রুতিলেখক প্রসঙ্গে পিএসসির হঠকারী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়। পিএসসির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেও এর কোনো সমাধান করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এর মধ্যে আবার দৃষ্টি-প্রতিবন্ধী ব্যক্তিদের সবচাইতে প্রাসঙ্গিক সরকারি চাকুরি-রিসোর্স শিক্ষক এর ৪৫টি শূণ্য পদ পূরণ করার জন্য গত ১৭ এপ্রিল তারিখে একটি সার্বজনীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা দীর্ঘ ১৭ বছর যাবৎ ব্রেইলের উপরে পড়াশুনা করছি সেখানে যাদের দৃষ্টিশক্তি আছে তারা কিভাবে এ ক্ষেত্রে মাত্র ২ বছর পড়াশুনা করেই যোগ্য হবে? আর প্রাকটিক্যাল বিষয়টি তো কোনোভাবেই দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরা বুঝবেন না। আবার অন্যদিকে আমাদেরও দৃষ্টিশক্তিসম্পন্নদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চাকরি পাওয়া সম্ভব নয়।

এ সময়ে দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েটরা আরো জানান,‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে যোগদানের জন্য এই প্রহসনমূলক নিয়োগ ব্যবস্থা দূর করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিশেষ ব্যবস্থার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে আমরা বিভিন্নভাবে মানববন্ধন, সংবাদ সম্মেলন, আলোচনা সভা, অবস্থান ধর্মঘট ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ৬দফা বাস্তবায়নের সাথে সম্পর্কযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট স্মারকলিপি প্রদান করি কিন্তু আশানুরূপ ফলাফল পরিলক্ষিত হয়নি।

এসময় তারা এরপরেও যদি তাদের কাঙ্খিত দাবি পূরণ না হয় তবে আগামী ২৩ জুন থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়