স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বর্তমান সময়টা খারাপ গেলে ব্যাটসম্যান হিসেবে সফল আছেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটসম্যান, ওয়েনডে সাত নম্বর। পরিসংখ্যাটাও তার পক্ষে আছে। বর্তমান সময়ে বেশ ছন্দে থাকা এই ক্রিকেটারের ব্যাট হাসছে নিয়মিতই, দলের প্রয়োজনে খেলছেন বড় ইনিংস। তবুও তার ব্যাটিংয়ের ধরণ নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে বাবরকে প্রশ্ন করতে যেয়ে বাংলাদেশ দলকেই যেন কটাক্ষ করলেন পাকিস্তানি এক সাংবাদিক।
পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের অভিযোগ বাবর বল বেশি নিয়ে নেন শতক করার জন্য, বাবর দলের জন্য নয় স্বার্থপর ক্রিকেট খেলেন। পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে যখন পাকিস্তানের কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেনি সেই সময়ও বাবর আজম শতক করেন। তবে এরপরও পাকিস্তানি সাংবাদিকরা খুশি হননি। সংবাদ সম্মেলনে সরাসরি তার শতককে অলস ও স্বার্থপর শতক বলে বাংলাদেশকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দেন।
সাংবাদিক বলেন, ‘বাবর আপনার মত খেলোয়াড় যে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অথচ কি কারনে আপনি ধীরগতির শতক করেন? ট্রেন্টব্রিজে আপনি একটি শতক করেন, যেখানে স্ট্রাইকরেট যদি দেখেন আমাদের ব্যাটসম্যানদের সেটাতো বাংলাদেশের মত দলের থেকে নিচে চলে এসেছে। মানুষ বলে আপনি নিজের স্বার্থের জন্য খেলেন, এটা কি সঠিক?’
জবাবে বাবর আজম বলেন, ‘হয়তো আপনার মনে হতে পারে, তবে আমি টিম ম্যানেজমেন্ট যেই প্ল্যান অনুযায়ী আমাকে খেলতে বলে সেই প্ল্যান অনুযায়ী খেলে থাকি। এমন না যে আমি নিজের জন্য খেলি। এটা আমার নিজের দল নয়, এটা পাকিস্তানের দল এবং পাকিস্তানের স্বার্থের জন্যই খেলি আমি।’
তিনি আরও জানান, ‘আমি যথেষ্ট চেষ্টা করি আমার দায়িত্ব পালনের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উপরে নিচে সবাই আউট হয়ে যাচ্ছিল, আমি চেষ্টা করেছিলাম জুটি গড়ার ও শেষ পর্যন্ত যাওয়ার। আমিও যদি আউট হয়ে যেতাম তাহলে হয়তো যেই সংগ্রহ হয়েছে সেইটাও হতোনা।’
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ ও পাকিস্তান ৪ বার মুখোমুখি হয়েছে ওয়ানডেতে। চারটি ম্যাচেই বাংলাদেশ জয় লাভ করে।