মহসীন কবির : গত ৪ মাসে রাজধানীসহ সারা দেশে ট্রেনে কাটা পড়ে ৩৮ নিহত হয়েছেন। কানে হেডফোন লাগিয়ে রাস্তা পাড় হওয়া, রেললাইনের পাশ দিয়ে যাতায়াত, তাড়াহুড়া করে রেলক্রসিং পার এবং চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তোলা, এছাড়াও চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা বাড়ছেই।
সর্বশেষ ২৫ মে রাতে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের ভাদুঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ১৭ মে আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে পড়ে সে নিহত হয়। ২০ মে কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। গচিহাটা বাজারের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মে গাজীপুর সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর। ১২ মে চট্টগ্রাম ট্রেনে কাটা পড়ে মো. মামুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২ মে জয়পুরহাট শহরের ডাক বাংলা মোড়ের রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গফফার নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ১ মে গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ১ মে দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার লোহাগাছ (সাত রাস্তা) মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া-সিলেট রেল সেকশনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় থেকে হাবিব মিয়া (২৮) নামে এক লোকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
৩০ এপ্রিল নগরীতে ট্রেনে কাটা পড়ে রিজিয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ডিঙ্গাডোবা মোড়ে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ২৮ এপ্রিল রাজশাহী নগরীর দরিখরবোনা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল ফুলবাড়িতে ট্রেনে কাটা পড়ে সাজেদুর রহমান সাজু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাজু উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পল্লি চিকিত্সক মো. জামানের ছেলে। ২৪ এপ্রিল গাজীপুরে সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত একজনের বয়স অজ্ঞাত (৪৫)। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধুসর রঙের শার্ট । অন্যজনের বয়স (৩৫), তার পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট।
২১ এপ্রিল সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম জমির আলী (৭০)। ১৬ এপ্রিল যশোরে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সেলিম নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। ৬ এপ্রিল নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সুরে›্র্র চন্দ্র রায় (৫৫)। ৩ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫৮) নিহত হয়েছেন।
৩০ মার্চ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের ১নং ট্রাফিক মোড় রেলক্রসিং এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়া আব্দুল গণি সরকার (৫৯) একজন সমাজকর্মী ছিলেন। ২৭ মার্চ রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৩ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার হাতিলায় ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা (২৭) নামে এক মহিলা নিহত হয়েছেন।
২০ মার্চ গোপালগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শহরের ইসলামবাগ এলাবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার(২৫), মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজন অজ্ঞাত(২০)। ১৭ মার্চ ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। ১৫ মার্চ সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের জগন্নাথপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। ৯ মার্চ চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. রতন (৩০) নামের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র একজন চালকের মৃত্যু হয়েছে। ০৮ মার্চ সিরাজঞ্জের সদর উপজেলার মুলিবাড়ী লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী-লালপুর সড়কে সিএনজির ধাক্কায় মহসীন আলী (৬০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গোকুলনগরের সোহেলের ধানচাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ফেব্রুয়ারি রাজধানীতে ট্রেনে কাটা পড়ে খিলক্ষেতে অজ্ঞাত নারী (৩০) ও কাউলায় নীল কান্ত রায় (২২) নামে এক তরুণ মারা গেছেন।
২০ জানুয়ারি রাজবাড়ী রেলস্টেশনের অদূরে ড্রাইচ এলাকায় মোবাইলে কথা বলা অবস্থায় রেল লাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে ফিরোজ সরদার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ১৮ জানুয়ারি কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছে। সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। ১৬ জানুয়ারী কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (১২) এক তরুণী নিহত হয়েছেন। বাগমারা এলাকা থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ৬ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল রফিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।