শিরোনাম

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে মন্দিরের চোরাই মূর্তিসহ গ্রেফতার ৪

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ডালপট্টি নারায়ণ মন্দিরে চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে চোরাই ১৭টি মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় সান্তাহার ডালপট্টি এলাকার শ্রী অনুপ কুমার আগরওয়ালা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলো সান্তাহার মাইক্রো স্ট্যান্ড এলাকার দুলাল হোসেনের ছেলে সাগর ওরফে রানা (২২), ডালপট্টির আবু বক্কর ছিদ্দিকের ছেলে রনি (১৮), ইয়ার্ড কলোনীর আইনুল হকের ছেলে দুখু মিয়া (২২) ও পার নওগাঁর রমজান খানের ছেলে নুর ইসলাম (৫০)।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত ২৩ এপ্রিল দিবাগত রাতে আদমদীঘি সান্তাহার ডালপট্টিতে অবস্থিত নারায়ণ মন্দিরে চোরেরা গ্রিল খুলে ভিতরে প্রবেশ করে মন্দিরে থাকা পিতলের গোপাল মূর্তি গনেশ, রাধাকৃষ্ণ, লক্ষী নারায়ণ ও হুনুমান মূর্তিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দুপুরে নাটোর বড়াই গ্রাম উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে পিতলের ২টি ক্ষ্ণৃ, ৩টি নারু গোপাল, ১টি গণেশ মূর্তি ঘটি থালাসহ ১৭টি চোরাই মূর্তি উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়