সান্দ্রা নন্দিনী : শ্রীলঙ্কায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল তওহিদ জামাত-এনটিজে’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন ৪১ জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এনটিজে’র বিরুদ্ধে গত ২৩ এপ্রিল দেশটির তিনটি গির্জা ও তিন অভিজাত হোটেলে ৯টি আত্মঘাতী সিরিজ বোমা হামলা চালিয়ে ২৫৮ জনকে হত্যা ও ৫শ’র বেশি জনকে আহত করার অভিযোগ করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। পিটিআই।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানান, ‘সন্দেহভাজন জঙ্গিরা টেরোরিস্ট ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট-টিআইডি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট-সিআইডি’র হেফাজতে কারাগারে রয়েছে। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সর্বমোট ১৩ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জব্দ করা হয়েছে। এছাড়া, সিআইডি সন্দেহভাজনদের ৭শ’ কোটি রুপির বিষয়ে তদন্ত শুরু করেছে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রাপালা সিরিসেনা বুধবার ‘জননিরাপত্তা সুরক্ষা’র কারণ দেখিয়ে দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ একমাস বাড়ানোর ঘোষণা দেন। জরুরি অবস্থায় বিদ্যমান আইনে, পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতার, আটক এবং আদালতের নির্দেশ ছাড়াই সন্দেহভাজনদের ওপর তদন্ত চালানোর বিষয়ে উল্লেখ রয়েছে। সম্পাদনা : ইকবাল খান