শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি সুযোগ থাকতো তাহলে বিরাট কোহলিকে আমি দলে নিতাম: মাশরাফি

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপকে সামনে রেখে সবগুলো দল পৌঁছে গেছে আয়োজক দেশ ইংল্যান্ডে। ইংল্যান্ডে পৌঁছেই ব্যস্ত সময় পার করতে হচ্ছে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে। বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা দলের মূল প্রতিনিধি তো তারাই!

তাই তাদের নিয়েই বৃহস্পতিবার (২৩ মে) আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তবে সম্মেলনটি প্রথাগত একঘেয়ে প্রশ্নোত্তর পর্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আলিশান সোফায় বসে আড্ডার ছলেই নানা প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়করা।

সম্মেলনের সঞ্চালক সব অধিনায়ককেই প্রশ্ন করেন- সুযোগ পেলে কোন ক্রিকেটারকে দলে নিতেন তারা। এর জবাবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাশের সোফায় বসা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দিকে নির্দেশ করে বলেন, ‘সুযোগ পেলে আমি বিরাটকেই দলে নিতাম।’

তার আগে একই প্রশ্নের জবাবে এউইন মরগ্যান জানান, অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংকে নিজের দলের কোচ হিসেবে চাইতেন তিনি, আর আস্থা আছে নিজ দলের প্রতি। বিরাট কোহলি মনে করিয়ে দেন- বেছে নেওয়া যাবে বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেই! মাশরাফির মত তিনিও উত্তর বেছে নেন মঞ্চে উপস্থিত ১০ অধিনায়ক থেকে। কোহলি উত্তরে বলেন- ফাফ ডু প্লেসিস।

রশিদ খানকে বেছে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও। পাকিস্তানের অধিনায়ক তার দলে নিতে চাইতেন জস বাটলারকে। লঙ্কান অধিনায়ক করুনারত্নে দলে একজন বেন স্টোকসকে চান। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের পছন্দ কাগিসো রাবাদা।

যদিও উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ও আফগান অধিনায়ক গুলবাদিন নাইব এমন সুযোগ পেলে কাউকেই দলে নিতে চান না, নিজ দলের প্রতি তাদের অগাধ আস্থা!

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক অবশ্য একজনকে বেছে না নিয়ে বেছে নিয়েছেন কয়েকজনকে। জাসপ্রীত বুমরাহ, রশিদ খান ও প্যাট কামিন্সকে নিজের দলে দেখতে পেলে খুশি হতেন তিনি। কোহলিকে বেছে না নেওয়ার রসিকতায় জানালেন- সে আমার ব্যাটিং ইউনিটে আছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়