শিরোনাম
◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি সুযোগ থাকতো তাহলে বিরাট কোহলিকে আমি দলে নিতাম: মাশরাফি

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপকে সামনে রেখে সবগুলো দল পৌঁছে গেছে আয়োজক দেশ ইংল্যান্ডে। ইংল্যান্ডে পৌঁছেই ব্যস্ত সময় পার করতে হচ্ছে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে। বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা দলের মূল প্রতিনিধি তো তারাই!

তাই তাদের নিয়েই বৃহস্পতিবার (২৩ মে) আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তবে সম্মেলনটি প্রথাগত একঘেয়ে প্রশ্নোত্তর পর্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আলিশান সোফায় বসে আড্ডার ছলেই নানা প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়করা।

সম্মেলনের সঞ্চালক সব অধিনায়ককেই প্রশ্ন করেন- সুযোগ পেলে কোন ক্রিকেটারকে দলে নিতেন তারা। এর জবাবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাশের সোফায় বসা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দিকে নির্দেশ করে বলেন, ‘সুযোগ পেলে আমি বিরাটকেই দলে নিতাম।’

তার আগে একই প্রশ্নের জবাবে এউইন মরগ্যান জানান, অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংকে নিজের দলের কোচ হিসেবে চাইতেন তিনি, আর আস্থা আছে নিজ দলের প্রতি। বিরাট কোহলি মনে করিয়ে দেন- বেছে নেওয়া যাবে বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেই! মাশরাফির মত তিনিও উত্তর বেছে নেন মঞ্চে উপস্থিত ১০ অধিনায়ক থেকে। কোহলি উত্তরে বলেন- ফাফ ডু প্লেসিস।

রশিদ খানকে বেছে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও। পাকিস্তানের অধিনায়ক তার দলে নিতে চাইতেন জস বাটলারকে। লঙ্কান অধিনায়ক করুনারত্নে দলে একজন বেন স্টোকসকে চান। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের পছন্দ কাগিসো রাবাদা।

যদিও উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ও আফগান অধিনায়ক গুলবাদিন নাইব এমন সুযোগ পেলে কাউকেই দলে নিতে চান না, নিজ দলের প্রতি তাদের অগাধ আস্থা!

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক অবশ্য একজনকে বেছে না নিয়ে বেছে নিয়েছেন কয়েকজনকে। জাসপ্রীত বুমরাহ, রশিদ খান ও প্যাট কামিন্সকে নিজের দলে দেখতে পেলে খুশি হতেন তিনি। কোহলিকে বেছে না নেওয়ার রসিকতায় জানালেন- সে আমার ব্যাটিং ইউনিটে আছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়