শিরোনাম
◈ এক্স-রে টেবিল ও গোপন ক্যামেরায় ৮৫ কোটি টাকার পোকার প্রতারণা! ◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেস্টারে শেষদিনের অনুশীলন সেরে নিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে ইংল্যান্ডে পৌঁছে ছিলো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার লেস্টার ছেড়ে বাংলাদেশ দলের ঠিকানা হবে কার্ডিফে। সেখানে আগামী ২৬ ও ২৮ মে ভারত আর পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফীর দল।

গতকাল বুধবার লেস্টারের গ্রেস রোড ক্লাব মাঠে শেষ অনুশীলন করেছে বাংলাদেশ। মাশরাফী বিন মুর্তজা ও তামিম ইকবাল ছাড়া অনুশীলনে ছিলেন দলের অন্য সবাই।

মাশরাফী গতকাল বুধবার ইংল্যান্ডের লন্ডনে পৌঁছেছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে তিন দিনের জন্য দেশে এসেছিলেন টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার লন্ডনের দ্য ফিল্ম শেডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়কদের সংবাদ সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখান থেকেই কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন।

দুবাই ছেড়ে টাইগার ওপেনার তামিমও দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে। ওইদিন থেকেই আইসিসির প্রটোকলে চলে যাবে পুরো দল। নেবে বিশ্বকাপ আয়োজক দেশের আতিথেয়তা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে দুবাই বেড়াতে যাওয়া তামিম ইকবাল কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার।

দুটি প্রস্তৃতি ম্যাচ খেলে আগামী ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে টাইগাররা। ২ জুন ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়