শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের স্বপ্ন হলো পূরণ, এবার স্মরণীয় করার পালা আমিরের

আক্তারুজ্জামান : ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। চোখের সামনে শেষ হয়েছে দুটি বিশ্বকাপের আসর। নিষেধাজ্ঞার খড়গে থাকাং বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞে নামা হয়নি তার। ১২তম আসর দোর গোড়ায়। একটুর জন্য ফসকে যাচ্ছিল এবারের আসরও। কিন্তু ভাগ্যদেবীর ইশারাতেই হয়তো শেষ মুহূর্তে ডাক পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ দলে। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে বাঁহাতি এ পেসারের।

সাম্প্রতিক পারফর্ম্যান্স খুব একটা ভালো না হলেও ইংল্যান্ডে অতীত পারফরম্যান্সের কথা চিন্তা করে দলে আনা হয়েছে আমিরকে। স্বপ্ন পূরণের বিশ্বকাপে সুযোগ পেয়ে পাকিস্তানকে গর্বিত করার কথা বলছেন আমির। আমিরকে দলে ফিরে পেয়ে সন্তুষ্ট প্রায় সবাই।

দলে সুযোগ পেয়ে সবাইকে ধন্যবাদ দিতেও দেরি করেননি আমির। টুইটারে পোস্ট করেছেন, ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কৃতার্থ এবং গর্বিত। শতভাগ দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব দেশকে গর্বিত করার। আমার জন্য যারা দোয়া করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এখন আরও বেশি করে দরকার হবে সেটা।’

গত দুই বছরে খুবই বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন আমির। শেষ ১০ ওয়ানডেতে মাত্র ২ উইকেট তার। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ১৪ ম্যাচে ৪ উইকেট! এ কারণে বিশ্বকাপের দল থেকে শুরুতে বাদ দেওয়া হয়েছিল তাকে। ইংল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হলেও জলবসন্তের কারণে খেলতে পারেননি। কিন্তু তার অনুপস্থিতিতে অন্য বোলারদের বাজে পারফরম্যান্স কপাল খুলে দিয়েছে আমিরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়