আসিফুজ্জামান পৃথিল : মক্কা প্রদেশকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। সোমবার তায়েফের কাছে এই ক্ষেপনাস্ত্র ফেলে দেওয়া হয়। ওয়াশিংটনের সৌদি দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স, হারেৎজ, আল-আরাবিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে একটি ক্ষেপনাস্ত্র মক্কা আর অপরটি জেদ্দা অভিমুখে যাচ্ছিলো। রাজ্যটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপনাস্ত্র দুটিকে প্রতিহত করে। জানা গেছে ইয়ামেন থেকে এগুলো ছোড়া হয়েছিলো। তবে হুথরা এই ঘটনা অস্বীকার করেছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া ফেসবুকে জানান, ‘এই ধরণের অভিযোগের মাধ্যমে সৌদিরা ইয়ামেনিদের উপর চালানো ন্যাক্কারজনক আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।’
গত সপ্তাহে সৌদি আরব জানায় বিস্ফোরক ভর্তি ড্রোন দুটি তেল পাম্পে হামলা চালায়। রোববার হুথি গলমাধ্যম সাবা নিউজ এজেন্সি জারনায়, তারা ৩০০ সৌদি ও আমিরাতি সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। সাবা আরো জানায় ইয়েমেনে সৌদি ঘাটিগুলোতেও হামলা করা হবে।