মহিব আল হাসান : চলতি অর্থবছরে চলচ্চিত্রে সরকারি অনুদান পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তার প্রযোজিত ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবির জন্য তিনি এ অনুদান পেয়েছেন। এটি পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহিদ তারেক। বিষয়টি নির্মাতা নিজেই জানিয়েছেন। সারাবাংলা
কিন্তু এই অনুদান তিনি পেয়েছেন নাকি আবেদন ছাড়াই। বৃহস্পতিবার (১৬ মে) এমন খবর প্রকাশের পর সবাই আঙ্গুল তোলেন অনুদান দেওয়ার প্রক্রিয়ার দিকে। এ ব্যাপারে নির্মাতা মুখ না খুললেও প্রযোজক শমী কায়সার কথা বলেছেন।
এ বিষয়ে ছবিটির প্রযোজক শমী কায়সার বলেন, এখন কিছুই বলতে চাচ্ছি না। তবে খুব শীঘ্রই গণমাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
অনুদান কমিটির একটি স‚ত্র থেকে জানা যায় ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবিটির চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এর নাম। ঢাকা লাইভ ফ্রমের নির্মাতা তিনি।স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবিটি শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সাররের জীবনের গল্প নিয়ে তৈরি হতে পারে। ছবিটি সাধারণ ক্যাটাগরিতে অনুদান হিসেবে পাবে ৬০ লাখ টাকা।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ঘোষিত ৮টি ছবির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে শমী কায়সারের সিনেমা। ১৪ মে অনুদান কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। শমী কায়সারের ছবিসহ ২০১৮-১৯ অর্থবছরের জন্য মোট নয়টি ছবি অনুদান পেয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় ম‚ল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ প‚র্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘প‚র্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তে প্রতি অর্থবছরে চলচ্চিত্রে অনুদান প্রদান করে থাকে ।