শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুভেন্টাসের উজ্জল ভবিষ্যৎ দেখছেন আল্লেগ্রি

স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসের সঙ্গে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে ঘোষণা দিয়েন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তবে দল থেকে বিদায় নিলেও তুরিনের দলটির ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ দেখছেন ৫১ বছর বয়সী এই কোচ।

সেরি আর আরেক বড় দল এসি মিলান ছেড়ে ২০১৪ সালে জুভেন্টাসের দায়িত্ব নেন আল্লেগ্রি। ইতালিয়ান এই কোচের হাত ধরে গত পাঁচ মৌসুমেই লিগ শিরোপা জিতে দলটি।

সেরি আ ও কোপা ইতালিয়া মিলিয়ে ঘরোয়া ফুটবলে আধিপত্য করলেও জুভেন্টাসকে ইউরোপ সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এনে দিতে পারেননি আল্লেগ্রি। দুটি ফাইনালে হারে তার দল - ২০১৫ সালে বার্সেলোনার কাছে এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের কাছে।

এমনকি সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিলেও চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্য বদলায়নি জুভেন্টাসের। এবারের প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়তে হয় নেদারল্যান্ডসের দল আয়াক্সের কাছে হেরে। আল্লেগ্রির বিশ্বাস আগামীতে সাফল্য মিলবে জুভেন্টাসের।

আল্লেগ্রি বলেন, ‘আমি একটা জয়ী দল রেখে যাচ্ছি, যে দলটার সম্ভাবনা আছে ইতালিতে সাফল্যের পুনরাবৃত্তি করার এবং চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি দারুণ অভিযান শুরু করার। দুর্ভাগ্যজনকভাবে আমার সময়ে আমরা পুরো পথটা যেতে পারিনি।’

তার ভাষ্য, ‘জুভেন্টাসের সবচেয়ে ভালো কি হবে এবং ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলেছি। নিজেদের ভাবনাগুলো প্রকাশ করেছি। এরপর ক্লাব বিষয়টি মূল্যায়ন করেছে এবং এটাই সেরা সিদ্ধান্ত ছিল যে, আগামী মৌসুমে আমি আর জুভেন্টাসের কোচ থাকব না।’

তিনি বলেন, ‘দুর্দান্ত খেলোয়াড় নিয়ে গড়া জমাট একটা দল আমি রেখে যাচ্ছি। যারা কৌশলগতভাবে এবং মানুষ হিসেবেও ভালো। কেন না, জিততে হলে আপনার ভালো ফুটবলারের সঙ্গে ভালো মানুষও প্রয়োজন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়