শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুভেন্টাসের উজ্জল ভবিষ্যৎ দেখছেন আল্লেগ্রি

স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসের সঙ্গে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে ঘোষণা দিয়েন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তবে দল থেকে বিদায় নিলেও তুরিনের দলটির ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ দেখছেন ৫১ বছর বয়সী এই কোচ।

সেরি আর আরেক বড় দল এসি মিলান ছেড়ে ২০১৪ সালে জুভেন্টাসের দায়িত্ব নেন আল্লেগ্রি। ইতালিয়ান এই কোচের হাত ধরে গত পাঁচ মৌসুমেই লিগ শিরোপা জিতে দলটি।

সেরি আ ও কোপা ইতালিয়া মিলিয়ে ঘরোয়া ফুটবলে আধিপত্য করলেও জুভেন্টাসকে ইউরোপ সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এনে দিতে পারেননি আল্লেগ্রি। দুটি ফাইনালে হারে তার দল - ২০১৫ সালে বার্সেলোনার কাছে এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের কাছে।

এমনকি সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিলেও চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্য বদলায়নি জুভেন্টাসের। এবারের প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়তে হয় নেদারল্যান্ডসের দল আয়াক্সের কাছে হেরে। আল্লেগ্রির বিশ্বাস আগামীতে সাফল্য মিলবে জুভেন্টাসের।

আল্লেগ্রি বলেন, ‘আমি একটা জয়ী দল রেখে যাচ্ছি, যে দলটার সম্ভাবনা আছে ইতালিতে সাফল্যের পুনরাবৃত্তি করার এবং চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি দারুণ অভিযান শুরু করার। দুর্ভাগ্যজনকভাবে আমার সময়ে আমরা পুরো পথটা যেতে পারিনি।’

তার ভাষ্য, ‘জুভেন্টাসের সবচেয়ে ভালো কি হবে এবং ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলেছি। নিজেদের ভাবনাগুলো প্রকাশ করেছি। এরপর ক্লাব বিষয়টি মূল্যায়ন করেছে এবং এটাই সেরা সিদ্ধান্ত ছিল যে, আগামী মৌসুমে আমি আর জুভেন্টাসের কোচ থাকব না।’

তিনি বলেন, ‘দুর্দান্ত খেলোয়াড় নিয়ে গড়া জমাট একটা দল আমি রেখে যাচ্ছি। যারা কৌশলগতভাবে এবং মানুষ হিসেবেও ভালো। কেন না, জিততে হলে আপনার ভালো ফুটবলারের সঙ্গে ভালো মানুষও প্রয়োজন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়