শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তপাত বন্ধে জাদুর আঠা কাজ করবে সেলাইয়ের বিকল্প হিসেবে

মৌরী সিদ্দিকা : মাত্র ২০ সেকেন্ডে ক্ষত জোড়া দিতে সক্ষম এমন একটি ‘যাদুর আঠা’ অদূর ভবিষ্যতে মানব দেহের মারাত্মক ক্ষত সারিয়ে তুলতে সক্ষম হবে। এতে অতিরিক্ত রক্তপাতের কারণে অকালে প্রাণ হারানোর আশংকা কমবে। যুদ্ধ ক্ষেত্র বা দুর্ঘটনার কারণে আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে। - পার্স টুডে

প্রাণী দেহের ওপর এ আঠার পরীক্ষা করা হয়েছে এবং তাতে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। ক্ষত স্থানে লাগানোর পর আঠাকে সক্রিয় করার জন্য অতিবেগুনী বা ইউভি রশ্মি ব্যবহার করতে হবে। তাতে ক্ষত স্থানে পানিরোধক এ আঠা আটকে যাবে। সাথে সাথেই বন্ধ করে দেবে রক্তক্ষরণ। পানি, জেলেটিন এবং কিছু রাসায়নিক উপাদান মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে এ আঠা। ভেজা কোষকলার ওপরও এটি কার্যকর হবে। তাই ক্ষতস্থানকে সেলাই করা বা স্টেপল করে আটকে দেয়ার প্রয়োজনই পড়বে না। পরীক্ষামূলক ভাবে এ ‘যাদুর আঠা’ দিয়ে ৬ মিলিমিটার ক্ষত ২০ সেকেন্ডে জোড়া দেয়া সম্ভব হয়েছে।

চীনের জেইজিয়ান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। এর আগে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য আঠা তৈরি করা হয়েছে। তবে সে গুলো বড় রক্তনালী বা হৃদপিণ্ডের ভেতরে যে গতিতে রক্ত প্রবাহিত হয় তা ঠেকানোর মতো জোরদার নয় মোটেও।

প্রাণী দেহে সফল ভাবে এ আঠা প্রয়োগ করা গেলেও মানব দেহে প্রয়োগ নিয়ে কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। অবশ্য আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি মানুষের শরীরে প্রয়োগ করা সম্ভব হবে বলেও বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়