শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু ঢাকার পথে

খোকন আহম্মেদ হীরা : ভারতের দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু নারী ও পুরুষ মিলিয়ে নয়জন পর্যটক নিয়ে শুক্রবার বিকেল তিনটার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল নদী বন্দর সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কের পাশের জেটিতে নোঙর করে জাহাজটি।

দীর্ঘ ৭০ বছর পরে গত ৩ এপ্রিল ভারতের পর্যটকবাহী প্রথম নৌযান আরভি বেঙ্গল গঙ্গা দেশী বিদেশী ১৯ জন পর্যটক নিয়ে বরিশালে পৌঁছে এবং ৪ এপ্রিল দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই মো. কবির হোসেন জানান, ভারতীয় দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু গত ৫ মে ভারত থেকে নয়জন পর্যটক নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটি ভারতের আসাম-কলকাতা হয়ে বরিশালে পৌঁছায়। জাহাজটি পরিচালনা করেন মাস্টার কঙ্কর দাস। এছাড়া জাহাজটিতে ক্রুসহ ২৬ জন স্টাফ রয়েছে।

তিনি বলেন, পর্যটক হয়ে যারা বাংলাদেশে এসেছেন তারা বৃহস্পতিবার বিকেলে বরিশাল নদী বন্দরে পৌঁছে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যানসহ বিভিন্ন দর্শনীয়স্থান ভ্রমন করেছেন। জাহাজে থাকা নির্ধারিত কর্মকর্তারাই তাদের পরিদর্শন করিয়েছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর দর্শনীয় স্থানগুলো ভ্রমন করে বিকেল তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছাবার পূর্বে জাহাজটি চাঁদপুরে যাবে। সেখানে একদিন রাত্রিযাপন করবে ভারত থেকে আসা পর্যটকরা। চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমন শেষে পরেরদিন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে নৌ-যানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়