শিরোনাম
◈ বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: ১৩ দলের সঙ্গে বৈঠকে ড. ইউনূস ◈ ১২৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ, অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ! ◈ এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ, ব্যবহারিক শুরু ২১ আগস্ট ◈ বন্ধুদের অগ্নিগর্ভ মৃত্যু আর নিজের জীবনের অলৌকিক বেঁচে থাকার বেদনায় বিধ্বস্ত তাসকিন ◈ নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা: স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠনের প্রস্তাব: আলী রীয়াজ  ◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের গ্রেফতারের হুমকি, গবি উপাচার্যের দু:খ প্রকাশ

অনিক আহমেদ, গবি সংবাদদাতা: 'আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে না গেলে, অন্য কেউ এসে ধরে নিয়ে যাবে' শিক্ষার্থীদের প্রতি এমন বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানু। বুধবার (৮ মে) সকালে নিজের বাসভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভায় তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন। বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি বৈধতা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসবেন না এবং কোনো একাডেমিক কাজ করবেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

জানা যায়, গত ২ মে ডা. লায়লা পারভীন তার পেছনে সরকার, জাতীয় গোয়েন্দা সংস্থা আছে উল্লেখ করে শিক্ষার্থীদের গ্রেফতার, হামলা-মামলা ও বহিস্কারের ভয় দেখান। এ সংক্রান্ত একটি অভিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার (৬ মে) উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চাপে পড়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে সম্মত হয়।

বক্তব্য প্রত্যাহার ও দু:খ প্রকাশ করায় উপাচার্যের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে গবি ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রনি আমাদের সময় ডটকমকে বলেন, 'মানুষ ভুল স্বীকার করলে তার কোনো অন্যায় নয়। যেহেতু লায়লা ম্যাম তার বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছে, সেহেতু আমরা সার্বিক দিক বিবেচনা করে তার পদত্যাগের দাবি থেকে সরে এসে পূর্বের ১১ দফা দাবিতে ফিরে যাচ্ছি।'

এদিকে, উপাচার্য সংক্রান্ত সমস্যার সমাধানে দ্বিতীয় দিনের মত আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে গবি ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি বলেন, 'এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের অফিস করতে পারবেন। কিন্তু আমাদের পূর্ণাঙ্গ উপাচার্য না আসা অবধি আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।' সমস্যার সমাধানে এ আলোচনা আগামীকাল আবার শুরু হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত উপাচার্যের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে গত ৬ এপ্রিল থেকে টানা আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়