শিরোনাম
◈ কমনওয়েলথ গেমস আ‌য়োজ‌নের দা‌য়িত্ব পে‌লো ভারত, ভেন‌্যু আহমেদাবাদ  ◈ বাহরাইনকে হারিয়ে এ‌শিয়ান কা‌পের মূলপ‌র্বের কাছাকা‌ছি  বাংলাদেশ ◈ চীনের সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে ◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হেরেও জরিমানা গুনতে হচ্ছে রোহিতকে

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার প্লে অপ নিশ্চিত করার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার ২৩২ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি রোহিত শর্মার দল। একে তো কলকাতার কাছে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে ম্ম্বুাইকে। তার উপর অধিনায়ক রোহিতের চক্ষুশূল বিসিসিআই এর। ইডেনে রোহিতের আচরণ খেলোয়াড় সুলভ ছিল না বলে অভিযোগ তোলেন ম্যাচ অফিসিয়ালরা। যার ফলে তার বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায় চাপানো হয়।

অভিযোগ স্বীকার করেছেন মুম্বাইয়ের অধিনায়ক। তিনি নিজের দোষ স্বীকার করে নেন। সাথে তাকে কোড অব কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ইডেনে পালটা ব্যাট করতে নামা মুম্বাই চতুর্থ ওভারের তৃতীয় বলে হারিয়ে বসে দলনায়ক রোহিতের উইকেট। হ্যারি গারনির বলে এলবিডব্লিউ হলে রিভিউ চান রোহিত। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল অল্পের জন্য স্ট্যাম্প ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ, আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন রোহিতকে।

স্বাভাবিকভাবেই হতাশ দেখায় রোহিতকে। তিনি হতাশা লুকিয়ে রাখেননি। আম্পায়ারের সঙ্গে দু’চার কথা বলা ছাড়াও রোহিত ব্যাট দিয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন। বিষয়টা ম্যাচ রেফারির নজর এড়ায়নি। ফলে শাস্তির মুখে পড়তে হয় মুম্বাই দলনায়ককে। এর আগে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ওভারের কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হয় রোহিতের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়