শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্না দের শততম জন্মদিন কলকাতায় গাইবেন সুস্মিতা আনিস

আবু ‍সুফিয়ান রতন : কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে। আসছে ১ মে দুই বাংলার জনপ্রিয় এই সংগীতশিল্পীর শততম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলকাতায় আয়োজন করা হয়েছে এক মহা অনুষ্ঠানের।

এই অনুষ্ঠানে ভারতীয় বিখ্যাত শিল্পীদের সঙ্গে একই আসরে মান্না দে স্মরণে গান গাইবেন বাংলাদেশের সংগীতশিল্পী সুস্মিতা আনিস।

খবরটি সুম্মিতা আনিস নিশ্চিত করে জানিয়েছেন, ৩০ এপ্রিল কলকাতার মহাজাতি সদনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক স্পোর্টস অ্যান্ড বিয়ন্ড।

সুস্মিতা আনিস বলেন, 'ভারতীয় বাংলা গানের সকল গুণী শিল্পীরা হাজির হচ্ছেন এই অনুষ্ঠানে। তাদের সঙ্গে একই আসরে মান্না দে স্মরণে আমি গান গাইব এটা সত্যিই আমার জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো সেখানে।'

এই স্মরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পিসি সরকার জুনিয়র, কবিতা কৃষ্ণমূর্তি, উষা উথুপ, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা, ইন্দ্রানি সেন, সৈকত মিত্র।

মান্না দে ১৯১৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের মৃত্যু ২৪ অক্টোবর তার মৃত্যু হয়। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। বৈচিত্রের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীতবোদ্ধারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়