শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জে সিঁদ কেটে প্রতিমা ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিঁদ কেটে একটি মন্দিরে ঢুকে রাধা কৃষ্ণের প্রতিমাসহ ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরে মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা গ্রামের প্রদীপ মিত্রের বাড়ির পরিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক লোকনাথ বর্মন জানান, ‘শুক্রবার বিকালে হ্যাপি রানী মিত্র পূজা আর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে চলে যান। সন্ধ্যায় আবার পূজা আর্চনার জন্য মন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন রাধা, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ প্রতিমার মাথা, হাত ও পেটের বিভিন্ন অংশ ভাঙা। প্রতিমার পাশ দিয়ে মন্দিরের মাটি খোঁড়া ও জানালা খোলা। ধারণা করা হচ্ছে, ঘরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে জানালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

প্রদীপ মিত্র জানান, ‘মন্দিরটি আমার বাড়ির সীমানার উত্তরপাশে একটু নির্জনস্থানে। একারণে পূজাঅর্চনার কাজ ছাড়া লোকজন সেখানে কমই আসা যাওয়া করে থাকে। তবে মন্দিরে ঢুকে কে বা কারা ভাঙচুর করেছে তা জানি না।’

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়